Alipurduar News: আলিপুরদুয়ারে এই প্রথম প্রাথমিক বিদ‍্যালয়ে বসল বিশুদ্ধ পানীয় জলের মেশিন

Last Updated:

প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ারা পাবে বিশুদ্ধ পানীয় জল। স্কুলের ভেতর বসানো হয়েছে ওয়াটার পিউরিফায়ার মেশিন। এই মেশিনের মাধ্যমেই আলিপুরদুয়ার শহরের ম্যাকুইলিয়াম আর আর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা পাবে বিশুদ্ধ পানীয় জল।

+
ম‍্যাকউইলিয়াম

ম‍্যাকউইলিয়াম স্কুল

অনন্যা দে, আলিপুরদুয়ার: প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ারা পাবে বিশুদ্ধ পানীয় জল। স্কুলের ভেতর বসানো হয়েছে ওয়াটার পিউরিফায়ার মেশিন। এই মেশিনের মাধ্যমেই আলিপুরদুয়ার শহরের ম্যাকুইলিয়াম আর আর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা পাবে বিশুদ্ধ পানীয় জল। মুখে হাসি সায়ন্তিকা,  নৈঋতাদের মতো পড়ুয়াদের।
শুধু তাই নয় এই ওয়াটার পিউরিফাইং মেশিনে থাকছে ঠান্ডা ও গরম দুইয়েরই ব্যবস্থা থাকছে। গরমের দিনে ঠান্ডা জল পাওয়ার জন্য এদিক-ওদিক ছুটতে হবে না পড়ুয়াদের। পাশাপাশি শীতকালে এই মেশিন থেকেই মিলবে গরম জল। শিশুদের স্বাস্থ্যের দিকে নজর দিয়ে শহরের এক শিল্পপতির পরিবার এই মেশিনটি দিয়েছে স্কুলকে।স্কুলে মেশিনটি বসানো হয়েছে আনুষ্ঠানিকভাবে।
advertisement
advertisement
আলিপুরদুয়ার শহরের এই প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে ৪০০ জন পড়ুয়া। জেলার মধ্যে এই প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে সবচেয়ে বেশি পড়ুয়া। পূর্বে এই বিদ্যালয়ে কোনও জলের ব্যবস্থা ছিল না। তবে স্কুল শিক্ষকদের অনুরোধে এক বছর আগে এই স্কুলে জলের লাইন দেওয়া হয়েছিল। কিন্তু, এতজন পড়ুয়ার জল পান নিয়ে সংকট থেকেই যাচ্ছিল। এরপরে স্কুলের তরফে বিষয়টি আলিপুরদুয়ার পুরসভার পাশাপাশি শিল্পপতিদের জানানো হয় তারপরেই মেলে এই মেশিন। সায়ন্তিকা নৈঋতারা জানায়, ” আমাদের খুব সুবিধা হল। বাড়ি থেকে জল আনলে তা গরম হয়ে যেত। এখন ঠান্ডা জল পান করতে পারবো স্কুলেই। “
advertisement
মেশিন পেয়ে খুশি স্কুল শিক্ষক শিক্ষিকারা। প্রধান শিক্ষিকা সৌরভী সরকার  জানান, ” আলিপুরদুয়ার জেলা এই প্রথম কোন সরকারি বিদ্যালয়ে এই মেশিন বসল। এটা আমাদের কাছে গর্বের বিষয়। আমাদের স্কুলে পড়ুয়া সংখ্যা বেশি তাই তাঁদের স্বাস্থ্যের খেয়াল আমরা রাখতে চেয়ে একটা অনুরোধ রেখেছিলাম। সেটাই পূরণ হল। “
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: আলিপুরদুয়ারে এই প্রথম প্রাথমিক বিদ‍্যালয়ে বসল বিশুদ্ধ পানীয় জলের মেশিন
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement