Continuous Rain: টানা বৃষ্টিতে পাহাড়ি নদীর বাঁধ ভেঙে ভাসছে ডুয়ার্স

Last Updated:

Continuous Rain: লিস নদীর বাঁধ ভেঙে জলপাইগুড়ির অন্তর্গত চান্দা কলোনির বাড়িঘর জলমগ্ন হয়ে পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় বিপর্যয় মোকাবিলা টিম উদ্ধারকাজ শুরু করেছে

+
জলমগ্ন

জলমগ্ন ডুয়ার্স 

জলপাইগুড়ি: ফের জলমগ্ন ডুয়ার্স। পাহাড়ে বর্ষার টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হল সমতলে। পাহাড় থেকে নেমে আসা জলে ভাসছে ডুয়ার্স। চরম দুর্ভোগের মুখে জলপাইগুড়ির মানুষ।
আবহাওয়া দফতরের আগাম পূর্বাভাস অনুযায়ী গত শনিবার থেকে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে সমতল ও পাহাড় জুড়ে। স্বাভাবিকভাবেই ফুঁসছে তিস্তা, করলা, জলঢাকা সহ উত্তরবঙ্গের সব কটি পাহাড়ি নদী। এদিন লিস নদীর বাঁধ ভেঙে জলপাইগুড়ির অন্তর্গত চান্দা কলোনির বাড়িঘর জলমগ্ন হয়ে পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় বিপর্যয় মোকাবিলা টিম উদ্ধারকাজ শুরু করেছে। অন্যদিকে মালবাজারেও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। কার্যত ভয়ে ভয়ে দিন কাটছে সেখানকার বাসিন্দাদের। নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকেই জাতীয় সড়কের উপর এসে দাঁড়িয়েছেন।
advertisement
advertisement
একেই নদীর গতিপথের পরিবর্তন অন্যদিকে, তিস্তার বুকে পলি জমে উঁচু হয়ে গিয়েছে নদীখাত। স্বাভাবিকভাবেই সব মিলে বিপদ সীমা ছুঁয়ে বইছে তিস্তা নদীর জল। যুদ্ধকালীন তৎপরতায় নদীর গতিপথ পরিবর্তন করে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। কয়েকটি পকলিং মেসিন ও জেসিবি মেসিনের সাহায্যে চ্যানেল কেটে নদীর গতিপথ ঘুরিয়ে মূলস্রোতে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। পাশাপাশি বাঁধের ভাঙা অংশে লোহার জাল ও পাথর দিয়ে দ্রুত গতিতে মেরামতের কাজ শুরু হয়েছে। বাগরাকোট অঞ্চল তৃণমূল সভাপতি রাজেশ ছেত্রী জানান, নদীর গতিপথ মূলস্রোতে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। দরকার হলে আরও জেসিবি নামানো হবে।
advertisement
রাতভর পাহাড় ও সমতল জুড়ে নাগাড়ে বৃষ্টি চলায় পাহাড়ের লিস, ঘিস সহ বিভিন্ন নদীর মধ্য জলধারা দিয়ে সমতল অভিমুখে নেমে আসছে। এতেই লিস নদীতে জলস্ফীতি দেখা দেয়। প্রবল জলস্রোতের ধাক্কায় লিস নদীর জাতীয় সড়ক ও রেললাইনের মাঝে থাকা গাইড বাঁধের প্রায় ২০-২৫ মিটার অংশ ভেঙে মঙ্গলবার সকালে জলস্রোত ঢুকে পড়ে চান্দা কলোনিতে। জাতীয় সড়কের পাশে জল জমে সড়ক ক্ষতির সম্ভাবনা দেখা দেয়। অন্যদিকে, তিস্তা নদীর জলোচ্ছাসে আবারও জলমগ্ন হয়ে পড়েছে মাল ব্লকের টটগাঁও বস্তি।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Continuous Rain: টানা বৃষ্টিতে পাহাড়ি নদীর বাঁধ ভেঙে ভাসছে ডুয়ার্স
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement