Bagdogra Airport: বাগডোগরার বিরাট আতঙ্ক! ২ ঘণ্টা চক্কর আকাশে কাটল বিমান, তারপর যা হল...

Last Updated:

Bagdogra Airport: খারাপ আবহাওয়ার কারণে তিন ঘণ্টার চেষ্টাতেও বাগডোগরায় নামতে পারল না বিমান। ফিরে এল কলকাতা বিমানবন্দরে।

#শিলিগুড়ি: ঘন কুয়াশার জেরে উড়ান নামতে পারল না বাগডোগরা বিমানবন্দরে। তাও আবার ২ ঘণ্টার চেষ্টাতেও! বৃহস্পতিবারই এমন ঘটনা ঘটেছে বাগডোগরায়। খারাপ আবহাওয়ার কারণে কলকাতা থেকে বাগডোগরাগামী 6E6359 বিমান বাগডোগরার আকাশ চক্কর কাটল তিন ঘণ্টা জুড়ে। শেষমেশ দু-ঘণ্টা পর কলকাতায় ফিরে এসে অবতরণ করল বিমানটি। সকাল সাড়ে দশটা নাগাদ বাগডোগরার উদ্দেশ্যে ফের রওনা দেয় বিমানটি।
ওই বিমানের এক যাত্রী কৃষ্ণ দেব বলেন, 'প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়েছিলাম আমরা। এতক্ষণ ধরেও বিমানটি নামতে না পারায় আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু বিমানের অফিসার, কর্মীরা আমাদের আশ্বস্ত করে গিয়েছেন। তবে, এই রুটে আগেও এই ধরনের সমস্যা হয়েছে।'
প্রসঙ্গত, বাগডোগরা বিমানবন্দর হল উত্তরপূর্ব ভারতের বৃহত্তম এয়ারপোর্ট। তাই এই এলাকার পর্যটন শিল্পের উন্নয়নে বিশেষ ভূমিকা রয়েছে এই বিমানবন্দরের। যাবতীয় পরিকাঠামো থাকায় প্রতি বছর এই বিমানবন্দরে দেশ-বিদেশের পর্যটকের সংখ্যা ত্রমেই বেড়ে চলেছে। এমনকী বছরে দশ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন এই বিমানবন্দরের মাধ্যমে।
advertisement
advertisement
আগামী দিনে শুধু পূর্বাঞ্চল নয়। দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের সঙ্গেও আকাশপথে যুক্ত হবে বাগডোগরা বিমানবন্দ। এমন ইঙ্গিত আগেও দিয়েছিলেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য বারবার এখানে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। গত বছরই বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের জন্যে রাজ্য সরকারের তরফ থেকে জমি দেওয়া হয়েছিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে। বাগডোগরা বিমানবন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য ১০৪ একর জমি হস্তান্তর প্রক্রিয়ায় চূড়ান্ত সিলমোহর দিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, বাগডোগরা উত্তরবঙ্গের একমাত্র সচল এবং বাণিজ্যিক বিমানবন্দর। দেশের ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় ১৭ নম্বরে বাগডোগরার নাম এসেছে।
advertisement
প্রসঙ্গত, ২০১০ সালে বায়ুসেনা এবং রাজ্য সরকার এএআইকে ২৩ একর জমি দিয়েছিল। তাতে অত্যাধুনিক ক্যাট-২ প্রযুক্তির ইন্সট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস বসানো হয়েছিল। খারাপ আবহাওয়ায় এবং রাতের বিমান চলাচলের সমস্যা মেটাতে বায়ুসেনাও সন্ধ্যা ৬টার পর বিমান ওঠানামার অনুমতি দেয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bagdogra Airport: বাগডোগরার বিরাট আতঙ্ক! ২ ঘণ্টা চক্কর আকাশে কাটল বিমান, তারপর যা হল...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement