পুজো শেষের পরেও উৎসবের আনন্দ, কার্নিভালের প্রহর গুনছে মালদহ
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
প্রস্তুতি সম্পূর্ণ। দুই কিলোমিটার এলাকা জুড়ে রাত পর্যন্ত চলবে কার্নিভাল। মোতায়েন থাকছে কয়েকশো পুলিশ।
সেবক দেবশর্মা, মালদহ: প্রস্তুতি সম্পূর্ণ। পুজো শেষেও ফের পুজোর আনন্দ, উন্মাদনা। দুর্গাপূজার কার্নিভালের প্রহর গুনছে মালদহ। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে মালদহেও আজ বিকেলে দুর্গাপুজো কার্নিভাল। মালদহ শহরের কলেজ মাঠ থেকে শুরু হবে পুজো কার্নিভাল। দুই কিলোমিটারেরও বেশি পথ পেরিয়ে কার্নিভাল শেষ হবে মহানন্দা নদীর রামকৃষ্ণ মিশন ঘাটে।
মালদহের ২৬ টি পুজো অংশ নেবে এই কার্নিভালে। যে পথ দিয়ে পুজো কার্নিভাল এগোবে সেই পথে বিশেষ পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে। মালবাজারের ঘটনার পর বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে মহানন্দা নদীর বিসর্জন ঘাটে। স্পিড বোট নিয়ে হাজির থাকবেন বিপর্যয় মোকাবিলায় ও সিভিল ডিফেন্স বাহিনী। থাকছে লাইফ জ্যাকেটের ব্যবস্থা। বিসর্জনের ঘাটে নামতে দেওয়া হবে না পুজো কমিটির সদস্যদের। পরিবর্তে পুরসভা ও প্রশাসনের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা প্রতিমা বিসর্জনের কাজে সহায়তা করবেন।
advertisement
আরও পড়ুন: ১৫০০ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও ২০ কোটি উদ্ধার, আমির খান-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়!
এবারই প্রথম পুজো কার্নিভাল মালদহে। ফলে নিরাপত্তা থেকে প্রস্তুতিতে কোনরকম ফাঁকফোকর রাখতে চাইছে না প্রশাসন। গত দুদিন ধরেই প্রস্তুতির কাজ চলেছে কার্নিভালের। কার্নিভালের গোটা রাস্তাকে সাজিয়ে তোলা হয়েছে। এছাড়া ঝলমলে আলোরও ব্যবস্থা থাকছে। বিসর্জনের ঘাট থেকে শুরু করে কার্নিভালের রাস্তার প্রস্তুতি দফায় দফায় পর্যালোচনা করেছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপকুমার যাদব সহ পুলিশ ও প্রশাসনের কর্তারা। মোতায়েন করা হচ্ছে কয়েকশো পুলিশ। দুপুর থেকে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
advertisement
advertisement
প্রশাসন জানিয়েছে, শহরের প্রধান রাস্তা রবীন্দ্র এভিনিউ, পোস্ট অফিস মোড় হয়ে, নতুন সার্কিট হাউসের সামনের রাস্তা ধরে বার্লো স্কুল পেরিয়ে কার্নিভাল পৌঁছে যাবে বিসর্জনের ঘাটে।এবার মালদাহে পুজোর মধ্যে বেশ কয়েকদিন বৃষ্টির সমস্যায় পড়েন দর্শনার্থীরা। অনেকে পুজোর সমস্ত প্রতিমা দেখে উঠতেও পারেননি। এই অবস্থায় আজ কার্নিভালে প্রচুর ভিড় হবে বলে আশা প্রশাসনের। যে ২৬ টি পুজো কমিটি এবারের কার্নিভালে অংশ নেবে তার মধ্যে ইংরেজবাজার শহরের ২১ এবং পুরাতন মালদহের আরও পাঁচটি পুজো কমিটি থাকছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2022 12:58 PM IST