Fire: দাউ দাউ করে জ্বলল গোটা গোডাউন! চোখের পলকে পুড়ে ছাই লক্ষাধিক টাকার পাট, দিনহাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Last Updated:

দুপুর ৩টা নাগাদ আগুন লাগে এলাকার এক পাটের গোডাউনে। সেই সময় পাটের গোডাউনে ভর্তি ছিল পাট। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

পুড়ে ছাই পাটের গোডাউন
পুড়ে ছাই পাটের গোডাউন
দিনহাটা: পাটের গোডাউনে ভয়াবহ আগুন। আচমকাই কালো ধোঁয়ায় ঘিরে গেল গোটা এলাকা। মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দিনহাটা-সাহেবগঞ্জ রাস্তার রেলগেট সংলগ্ন এলাকায়। এদিন আনুমানিক দুপুর ৩টা নাগাদ আগুন লাগে এলাকার এক পাটের গোডাউনে।
সেই সময় পাটের গোডাউনে ভর্তি ছিল পাট। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। চোখের নিমেষে আগুন ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি গোডাউনে। ক্ষতি হয় গোডাউন সংলগ্ন একটি বাড়ির। ঘটনার খবর পেয়ে প্রাথমিক অবস্থায় ঘটনাস্থলে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। পরবর্তী সময়ে দমকলের আরও ইঞ্জিন ডেকে পাঠানো হয়।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে দিনহাটা-সাহেবগঞ্জ রাস্তার রেলগেট সংলগ্ন এলাকার নারায়ণ রাঠির পাটের গোডাউনে। আগুন লাগার সময় গোডাউনে ভর্তি ছিল পাট। সেই পাটে আগুন লাগতেই দ্রুত আগুন ভয়ানক রূপ ধারণ করে। মুহূর্তে আশেপাশের কয়েকটি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক অবস্থায় তিনটি দমকলের ইঞ্জিন এলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি তাঁরা। পরবর্তী সময়ে আরও বেশ কয়েকটি ইঞ্জিন ডেকে পাঠানো হয়। প্রায় ৪ কাঠা জায়গায় ওপরের থাকা পাটের গোডাউনে নিমেষে পুড়ে ছাই হয়ে যায়।
advertisement
দমকল সূত্রে ও পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, আগুন লাগার খবর পেয়ে দ্রুত তাঁরা এলাকায় আসে। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে সেটি নিয়ন্ত্রণ করতে রীতিমত বেগ পেতে হয় তাঁদের। আগুন লাগার ঘটনার পর বহু মানুষ সেখানে ভিড় জমান। তাঁদের নিরাপদে দূরে সরিয়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
advertisement
ঘটনাস্থল সংলগ্ন একটি বাড়ি কোনওক্রমে রক্ষা পায় আগুন থেকে। যদিও আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই রয়েছে। তবে সঠিক কোন কারণে আগুন লাগল সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে চলেছে দমকল কর্মীরা।”
যদিও এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে লক্ষাধিক টাকার পাট নিমেষে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতার অনেকটাই ছিল। সেজন্য গোডাউনের পাশে থাকা একটি বাড়ি ও আরও দুটি গোডাউন ক্ষতির সম্মুখীন হয়। ঘটনায় এখনোও এলাকায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা রয়েছে এলাকায়।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Fire: দাউ দাউ করে জ্বলল গোটা গোডাউন! চোখের পলকে পুড়ে ছাই লক্ষাধিক টাকার পাট, দিনহাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড
Next Article
advertisement
ভারতের হামলার ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! মেরামত চলছে সামরিক ঘাঁটিগুলিতে...স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি!
অপারেশন সিঁদুরের ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি
  • নতুন উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতের হামলার ছয় মাস পরও পাকিস্তানের নুর খান এয়ারবেসে মেরামত চলছে.

  • জেকবাবাদ এয়ারবেসের উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতীয় আক্রমণে ক্ষতিগ্রস্ত হ্যাঙ্গারের মেরামত এখনও চলছে.

  • ২০২৫ সালের মে মাসে ভারত অপারেশন সিঁদুর শুরু করে, পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে.

VIEW MORE
advertisement
advertisement