Fire Brigade Accident: দুর্ঘটনায় দমকলের গাড়ি! নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নয়নাজুলিতে, জখম চালক-সহ দমকল কর্মী

Last Updated:

Fire Brigade Accident: কর্মীরা ওই 'ইউটিলিটি ভ্যান' নিয়ে হেডকোয়ার্টারে গিয়েছিলেন। ওই গাড়িটিকে বিভিন্ন ধরনের প্রয়োজনে ব্যবহার করা হত। ঠিক কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে দমকলের গাড়ি
নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে দমকলের গাড়ি
মালদহ: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল দমকল বিভাগের গাড়ি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রতুয়া-সামসি রাজ্য সড়কের টেটিয়া এলাকায়। ঘটনায় আহত হয়েছেন দমকলের দুই কর্মী। এদের মধ্যে একজন দমকল বিভাগের গাড়ি চালক। অন্যজন ফায়ার অ্যাটেনডেন্ট। দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকেরা। দমকল সূত্রে জানা গিয়েছে, চাঁচল দমকল বিভাগের ওই গাড়িটিতে গত বুধবার চাঁচল দমকল বিভাগের দুই কর্মী কলকাতা হেডকোয়ার্টার গিয়েছিলেন অফিসের কাজে।
শুক্রবার সকালে কলকাতা থেকে চাঁচল ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় ওই গাড়িটি। ঘটনায় গাড়িতে থাকা দুই কর্মী আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসার পরে তাদের ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনায় দমকল বিভাগের ওই গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মালদহ থেকে দমকল বিভাগের ক্রেন আনিয়ে গাড়িটিকে নয়ানজুলি থেকে তোলার ব্যবস্থা হয়।
advertisement
advertisement
দমকলের চাঁচলের স্টেশন ম্যানেজার রতন সিংহ বলেন, ”কর্মীরা ওই ‘ইউটিলিটি ভ্যান’ নিয়ে হেডকোয়ার্টারে গিয়েছিলেন। ওই গাড়িটিকে বিভিন্ন ধরনের প্রয়োজনে ব্যবহার করা হত। ঠিক কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, দুর্ঘটনায় কার্যত প্রাণহানি থেকে রক্ষা পান চালক-সহ ওই দমকল কর্মী। দুর্ঘটনায় গাড়িটি রাজ্য সড়ক থেকে বেশ কিছুটা দূরে নয়ানজুলিতে ছিটকে পড়ে। পাল্টিও খেয়ে যায়। কর্মীরা ওই গাড়ি থেকে কোনওরকমে স্থানীয়দের সাহায্যে বেরিয়ে এসে বাসিন্দাদের ফোন থেকে দমকল অফিসের খবর দেন। প্রত্যক্ষদর্শীদের ধারণা গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে ছিল।
advertisement
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে । প্রয়োজনে ওই গাড়িতে থাকা চালক ও দমকল কর্মীর সঙ্গেও কথা বলা হবে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Fire Brigade Accident: দুর্ঘটনায় দমকলের গাড়ি! নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নয়নাজুলিতে, জখম চালক-সহ দমকল কর্মী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement