মালদহে বিধ্বংসী অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলল আস্ত বাড়ি, সর্বস্ব খুইয়ে মাথায় হাত হরিশ্চন্দ্রপুরের পরিবারের
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Malda News: জানা গিয়েছে, গতকাল গভীর রাতে হঠাৎ একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে গ্রামের লোকজন জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন এত তীব্র ছিল অল্প সময়ের মধ্যেই দাউ দাউ করে দু'টি ঘর জ্বলতে থাকে।
মালদহ, গোপাল সূত্রধরঃ ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেল। মঙ্গলবার গভীর রাতে মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের লক্ষণপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। রাতের অন্ধকারে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে হঠাৎ মজদর আলীর বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে গ্রামের লোকজন জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন এত তীব্র ছিল অল্প সময়ের মধ্যেই দাউ দাউ করে দু’টি ঘর জ্বলতে থাকে। তখন ঘরের ভিতর ছিলেন মজদর আলী ও তাঁর পরিবার।
আরও পড়ুনঃ চোখের নিমেষে হবে তরকারি থেকে মোরব্বা! বাড়ির ছাদে অল্প যত্নেই ঢালাও ফলবে পুষ্টিগুণে ভরা এই সবজি
এরপর মজদর আলীর বাড়ির সকলে কোনওরকমে ঘর থেকে বেরিয়ে নিজেদের প্রাণ বাঁচান। তবে বাড়িতে থাকা ধান, চাল, পাট, আসবাবপত্র, গবাদি পশু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। জানা গিয়েছে, প্রতিবেশীর গোয়াল ঘরে মশা তাড়ানোর ধূপকাঠি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।
advertisement
advertisement
অগ্নিকাণ্ডের এই ঘটনার পর ঘটনাস্থলে হাজির হয় দমকল। তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে কার্যত খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। গভীর রাতে বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
October 29, 2025 12:51 PM IST

