West Bengal News: বাড়িতে ইঁদুরের উৎপাত? রায়গঞ্জের ঘটনা শুনলে রাতের ঘুম উড়ে যাবে! সব ছাড়খাড়
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের ১২ নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের মারিয়া গ্রামের বাসিন্দা খোকা সিং তাঁর স্ত্রীকে নিয়ে থাকতেন।
#রায়গঞ্জ: ইঁদুরের জন্য আগুনে ভস্মীভূত হল দুটি পরিবারের বাড়ি ও কয়েকটি পশুর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের ১২ নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের মারিয়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসছে কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সৌমেন রায়। তাদের হাতে পোশাক ও কিছু খাদ্যসামগ্রী তুলে দেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের ১২ নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের মারিয়া গ্রামের বাসিন্দা খোকা সিং তাঁর স্ত্রীকে নিয়ে থাকতেন। খোকা সিং কৃষি কাজ করে সংসার চালাতেন। গতকাল রাতে খোকাবাবু সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে রেখে ছিলেন। জানা গিয়েছে, জ্বালানো ওই প্রদীপটি ইঁদুর টেনে নিয়ে যাওয়ার সময় আচমকাই ঘরে আগুন লেগে যায়।
advertisement
advertisement
আগুনের শিখায় এতটাই তেজ ছিল আগুনে গ্রাস করল দুটি পরিবারের সহ ৪ টি ছাগল ও ৬ টি মুড়গি। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসছে রায়গঞ্জ থানার পুলিশ। গ্রামবাসীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
advertisement
পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসছে কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সৌমেন রায়। তিনি এসে খোকা সিংয়ের পরিবারের সদস্য কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
মুক্তা সরকার, রায়গঞ্জ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2022 12:18 PM IST