Film Festival: প্রত্যন্ত গ্রামে সিনে উৎসব! কোথায় হল দেখুন
- Reported by:ANIRBAN ROY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
তেরাই ফিল্ম ফেস্টিভ্যালের এবার দ্বিতীয় বছর। এই বছর বাচ্চাদের জন্য শিক্ষামূলক দেশ-বিদেশের ৫ টি সিনেমা দেখানো হয়েছে
শিলিগুড়ি: বড়পথুরাম জোত এলাকার কচিকাঁচারা গ্রামের মন্দির চত্বরে নানা অনুষ্ঠান দেখতে অভ্যস্ত। তা বলে গ্রামে চলচ্চিত্র উৎসব! প্রথমে চমকেই গিয়েছিল ওই কচিকাঁচারা। অবাক হন গ্রামের বড়রা। তবে যখন মাঠে ঘেরা দেওয়া হল, বড় পর্দা টাঙানো হল, প্রজেক্টর বসল, তখনই দলে দলে ভিড় করল সবাই। সিনেমার প্রতি আগ্রহ বাড়াতে খোলা আকাশের নিচে গ্রামের মধ্যে চলচ্চিত্র উৎসবের আয়োজন করল তেরাই সিনে সোসাইটি।
আরও পড়ুন: বিশেষ দিনে ধানের গোলায় জ্বলে উঠত আলো! কালিন্দীর তীরে ২০০ বছরের পুরনো চাড়ালখালির হরিমেলা
তেরাই ফিল্ম ফেস্টিভ্যালের এবার দ্বিতীয় বছর। এই বছর বাচ্চাদের জন্য শিক্ষামূলক দেশ-বিদেশের ৫ টি সিনেমা দেখানো হয়েছে। শুধু কচিকাঁচারাই নয়, ওই সন্ধেয় বড় পর্দায় সিনেমা দেখতে ভিড় জমিয়েছিলেন বড়রাও। স্থানীয় শিল্পীরা গান গেয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। আসলে গ্রামের বেশির ভাগ মানুষই কৃষিকাজে যুক্ত না হলে ছোট ব্যবসায়ী। মূল শহর শিলিগুড়ি থেকে এই গ্রামের দূরত্ব অনেকটাই। আশেপাশে কোনও সিনেমা হল নেই। তাই সিনেমা দেখার সুযোগ কারোরই হয় না। এমনিতেও স্কুল পড়ুয়াদের সিনেমা হলে যাওয়ার অনুমতি মেলে না। তাই এমন ফিল্ম ফেস্টিভ্যাল গ্রামের মানুষদের কাছে খুবই আকর্ষণীয়। গ্রামের সবাই মিলে দারুনভাবে এই ফিল্ম ফেস্টিভ্যাল উপভোগ করলেন এদিন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তেরাই সিনে সোসাইটির অন্যতম সদস্য বুদ্ধদেব বর্মন বলেন, সমস্ত বড় শহরে চলচ্চিত্র উৎসব হয়। সেখানে যাওয়ার মত অবস্থা এই গ্রামের ছেলেমেয়েদের নেই। এ কথা ভেবে এই উৎসবের আয়োজন করা হয়। তা ছাড়া বর্তমান প্রজন্ম মোবাইলের প্রতি বিরাট আসক্ত হয়ে পড়েছে। তাই তারা সিনেমা বা চলচ্চিত্র প্রদর্শনী থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের শিক্ষামূলক চলচ্চিত্র দেখতে এবং তা থেকে সামাজিক জ্ঞান অর্জনে উৎসাহিত করতেই এই প্রয়াস।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 27, 2024 10:30 PM IST









