Bengali News: বিশেষ দিনে ধানের গোলায় জ্বলে উঠত আলো! কালিন্দীর তীরে ২০০ বছরের পুরনো চাড়ালখালির হরিমেলা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে এই মেলায় ভক্ত সমাগম হয়। কানায় কানায় ভরে ওঠে পুণ্যভূমি
উত্তর ২৪ পরগনা: সুন্দরবনে কালিন্দী নদীর তীরে শতাব্দী প্রাচীন চাড়ালখালি হরিমেলা। এ যেন সুন্দরবনে এক তীর্থভূমী। লক্ষ লক্ষ ভক্তের সমাগমে ভরে ওঠে চাড়ালখালি হরিমেলা। প্রায় ২০০ বছরের পুরানো এই মন্দিরে বছরের নির্দিষ্ট দিনে শুরু হয় হরিমেলা।
সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে এই মেলায় ভক্ত সমাগম হয়। কানায় কানায় ভরে ওঠে পুণ্যভূমি। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের চাড়ালখালির দুই শতাব্দী প্রাচীন এই হরিমেলা প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমান চাড়ালখালির এই হরি মন্দিরে পুজো দিতে। আর এই হরিপুজাকে কেন্দ্র করে চাড়ালখালি মেলা ইতিহাস প্রসিদ্ধ হয়ে আছে। বিশেষ করে হিঙ্গলগঞ্জের কালিন্দী নদীর তীরে সাহেবখালির চাড়ালখালিতে এই মেলায় প্রত্যন্ত সুন্দরবন সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষের একটি মিলনক্ষেত্র হয়ে ওঠে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই মেলাকে ঘিরে আছে একাধিক ইতিকথা। কথিত আছে, প্রায় ২০০ বছর আগে ১৮৩২ সালে স্বাধীনতার আগে অবিভক্ত বাংলায় নকিপুরের জমিদার হরিনারায়ণ চৌধুরি কালিন্দী নদীর চরে ঘন জঙ্গল বাদাবন লিজ নেন। সেখানেই কৈলাশ মৃধার বাড়ির সামনে ধানের গোলায় পাশেই শ্রী হরির আবির্ভাব হয়। বছরের বিশেষ দিনে সেখানে উজ্জ্বল আলো জ্বলত। সেই থেকেই শুরু হয় বছরের মাঘী পূর্ণিমা তিথিতে সুন্দরবনের কালিন্দি নদীতে মেলা। বিভিন্ন এলাকা থেকে ভক্তরা হরির বিগ্রহ নিয়ে এই মেলায় উপস্থিত হন৷ পাঁচ দিনব্যাপী মেলাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক লোকের সমাগম ঘটে।
advertisement
জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2024 10:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: বিশেষ দিনে ধানের গোলায় জ্বলে উঠত আলো! কালিন্দীর তীরে ২০০ বছরের পুরনো চাড়ালখালির হরিমেলা