India-Bangladesh Relations: ভারত-বাংলাদেশ সীমান্তে বিরাট সিদ্ধান্ত! জানিয়ে দিলেন বিজেপি সাংসদ
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
India vs Bangladesh: উন্মুক্ত সীমান্তে শুরু কাঁটাতারের বেড়া নির্মাণ প্রস্তুতি। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করতে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু হল জলপাইগুড়িতে।
জলপাইগুড়ি: উন্মুক্ত সীমান্তে শুরু কাঁটাতারের বেড়া নির্মাণ প্রস্তুতি। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করতে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু হল জলপাইগুড়িতে। খানিক স্বস্তির নিঃশ্বাস সীমান্তবর্তী বাসিন্দাদের।
দিনের পর দিন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্রমশই স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এমতাবস্থায় কোনরকম অপ্রীতিকর ঘটনা রোধ করতেই ফেন্সিং(কাঁটাতারের বেড়া) – এর কাজ শুরু হয়েছে বলেই জানালেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। ইতিমধ্যেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে ২৯ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানোর কাজ শুরু হয়েছে।
এই প্রসঙ্গে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় বলেন,”এলাকার কিছু অংশে নদী থাকায় সেখানে কাঁটা তারের বেড়া লাগানো সম্ভব নয়। তবে বাকি অংশে বেড়া দেওয়ার বিষয়টি সংসদে উত্থাপন করা হয়েছিল এবং বর্তমানে কাজ শুরু হয়েছে।” তিনি আরও জানান,”কাঁটাতারের বেড়া স্থাপন সম্পন্ন হলে সীমান্তবর্তী ভারতীয় গ্রামগুলোর নিরাপত্তা বাড়বে, যা স্থানীয় জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “
advertisement
advertisement
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বলা যায়, সীমান্তে চলমান অশান্তির প্রভাব ভারতের পার্শ্ববর্তী অঞ্চলেও একটু আধটু পড়েছে। তা যাতে না বাড়ে সে কারণেই ভারতীয় সীমান্তে নিরাপত্তা জোরদার করার জন্য বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) নজরদারি বাড়িয়েছে। বিএসএফ এবং সংশ্লিষ্ট দফতরের ঐকান্তিক প্রচেষ্টায় ভারতীয় সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হবে।
advertisement
এদিকে, এই প্রকল্পের বাস্তবায়ন স্থানীয়দের মধ্যে আশার সৃষ্টি করেছে, কারণ দীর্ঘদিন ধরে এই সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি উঠছিল। তাই ফেন্সিং অর্থাৎ কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হতেই অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন সীমান্তবর্তী বাসিন্দারা।
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
December 17, 2024 5:10 PM IST