KKR News: সব জল্পনা জলে গেল! কে হচ্ছে কেকেআরের নতুন অধিনায়ক? বলে দিচ্ছে এই তথ্য

Last Updated:
KKR Can Give Big Shocked Announce This Player As KKR New Captain For IPL 2025: আইপিএল মেগা নিলামের মাধ্যমে ২০২৫ মরশুমের দল তৈরি করে নিয়েছে ডিফেন্ডিং কেকেআর। পর থেকেই জল্পনায় ছিল কে হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী অধিনায়ক।
1/7
আইপিএল মেগা নিলামের মাধ্যমে ২০২৫ মরশুমের দল তৈরি করে নিয়েছে ডিফেন্ডিং কেকেআর। পর থেকেই জল্পনায় ছিল কে হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী অধিনায়ক।
আইপিএল মেগা নিলামের মাধ্যমে ২০২৫ মরশুমের দল তৈরি করে নিয়েছে ডিফেন্ডিং কেকেআর। পর থেকেই জল্পনায় ছিল কে হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী অধিনায়ক।
advertisement
2/7
কেকেআরের পরবর্তী অধিনায়ক হিসেবে তালিকায় উঠে আসছিল একাধিক নাম। দৌড়ে ছিলেন নিলামে ২৩.৭৫ কোটি পাওয়া ভেঙ্কটেশ আইয়ার, ১৩ কোটি দিয়ে রিটেন হওয়া রিঙ্কু, আন্দ্রে রাসেলন, কুইন্টন ডিককরা।
কেকেআরের পরবর্তী অধিনায়ক হিসেবে তালিকায় উঠে আসছিল একাধিক নাম। দৌড়ে ছিলেন নিলামে ২৩.৭৫ কোটি পাওয়া ভেঙ্কটেশ আইয়ার, ১৩ কোটি দিয়ে রিটেন হওয়া রিঙ্কু, আন্দ্রে রাসেলন, কুইন্টন ডিককরা।
advertisement
3/7
কিন্তু সব নাম জলে গেল বলা যেতে পারে। নিজের পারফরম্যান্স দিয়ে একজন বুঝিয়ে দিলেন শ্রেয়স আইয়ারের ছেড়ে যাওয়া আসনে তার বসা শুধু সময়ের অপেক্ষা। টম ম্যানেজমেন্টের পরিকল্পনাতেও তিনি।
কিন্তু সব নাম জলে গেল বলা যেতে পারে। নিজের পারফরম্যান্স দিয়ে একজন বুঝিয়ে দিলেন শ্রেয়স আইয়ারের ছেড়ে যাওয়া আসনে তার বসা শুধু সময়ের অপেক্ষা। টম ম্যানেজমেন্টের পরিকল্পনাতেও তিনি।
advertisement
4/7
সেই প্লেয়ার আর অন্য কেউ নন, অভিজ্ঞ ভারতীয় ব্যাটার অজিঙ্কে রাহানে। নিলামের শেষ পর্বে তাঁকে দেড় কোটি টাকা দিয়ে কিনলেও সৈয়দব মুস্তাক আলি ট্রফিতে যে পারফরম্য়ান্স রাহানে করেছেন, তাতে সকলকে পেছনে ফেলে দিয়েছেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
সেই প্লেয়ার আর অন্য কেউ নন, অভিজ্ঞ ভারতীয় ব্যাটার অজিঙ্কে রাহানে। নিলামের শেষ পর্বে তাঁকে দেড় কোটি টাকা দিয়ে কিনলেও সৈয়দব মুস্তাক আলি ট্রফিতে যে পারফরম্য়ান্স রাহানে করেছেন, তাতে সকলকে পেছনে ফেলে দিয়েছেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
advertisement
5/7
মুম্বইকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি চ্যাম্পিয়ন করেছেন রাহানে। ৯টি ম্যাচের ৮টি ইনিংসে ব্যাট করতে নামেন অজিঙ্কা। ৫৮.৬২ গড়ে সংগ্রহ করেন টুর্নামেন্টের সব থেকে বেশি ৪৬৯ রান। তিনি ৫টি ইনিংসে হাফ-সেঞ্চুরি করেন।
মুম্বইকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি চ্যাম্পিয়ন করেছেন রাহানে। ৯টি ম্যাচের ৮টি ইনিংসে ব্যাট করতে নামেন অজিঙ্কা। ৫৮.৬২ গড়ে সংগ্রহ করেন টুর্নামেন্টের সব থেকে বেশি ৪৬৯ রান। তিনি ৫টি ইনিংসে হাফ-সেঞ্চুরি করেন।
advertisement
6/7
এই ৫টি ইনিংসের মধ্যে আবার ৩টি ইনিংসে শতরানের দোরগোড়া থেকে ফিরতে হয় রাহানেকে। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৯৮ রানের। স্ট্রাইক-রেট ১৬৪.৫৬। রাহানে মোট ৪৬টি চার ও ১৯টি ছক্কা মেরেছেন।
এই ৫টি ইনিংসের মধ্যে আবার ৩টি ইনিংসে শতরানের দোরগোড়া থেকে ফিরতে হয় রাহানেকে। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৯৮ রানের। স্ট্রাইক-রেট ১৬৪.৫৬। রাহানে মোট ৪৬টি চার ও ১৯টি ছক্কা মেরেছেন।
advertisement
7/7
দুরন্ত ফর্মের পাশাপাশি অভিজ্ঞতার নিরিখেও এগিয়ে রাহানে। ভারতীয় দল থেকে রাজ্য় দল, আইপিএল ফ্র্যাঞ্চাইজি সব জায়গাতেই অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে রাহানের। তারউপর বাড়তি পাওনা দুরন্ত ফর্ম। সব মিলিয়ে রাহানের কেকেআর নেতা হওয়া শুধু সময়ের অপেক্ষা।
দুরন্ত ফর্মের পাশাপাশি অভিজ্ঞতার নিরিখেও এগিয়ে রাহানে। ভারতীয় দল থেকে রাজ্য় দল, আইপিএল ফ্র্যাঞ্চাইজি সব জায়গাতেই অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে রাহানের। তারউপর বাড়তি পাওনা দুরন্ত ফর্ম। সব মিলিয়ে রাহানের কেকেআর নেতা হওয়া শুধু সময়ের অপেক্ষা।
advertisement
advertisement
advertisement