Patient Missing From Hospital: হাসপাতালের ভেতর থেকে নিখোঁজ মহিলা রোগী, চাঞ্চল্য আলিপুরদুয়ারে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Patient Missing From Hospital: আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে নিখোঁজ এক মহিলা রোগী। এই ঘটনায় চাঞ্চল্য আলিপুরদুয়ার জেলায়। এদিন সকাল থেকে পাওয়া যাচ্ছেনা ওই মহিলা রোগীকে।
আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে নিখোঁজ মহিলা রোগী। এই ঘটনায় চাঞ্চল্য আলিপুরদুয়ার জেলায়। এদিন সকাল থেকে পাওয়া যাচ্ছেনা ওই মহিলা রোগীকে। ফিমেল ওয়ার্ড থেকে ওই রোগী নিখোঁজ হয়ে যান। যদিও হাসপাতালের পক্ষ থেকে এই বিষয়ে আলিপুরদুয়ার থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে।
কালচিনি ভাটপাড়া এলাকার বাসিন্দা বিশ্বাসী ওরাও-কে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। ৯ জুলাই ব্লাড প্রেসার হাই হয়ে মাটিতে পড়ে যায় বিশ্বাসী ওরাও। এরফলে তার মাথা ফেটে যায়। হাসপাতালে তার চিকিৎসা চলছিল। আজকে তাঁকে ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু এদিন ভোর থেকে পাওয়া যাচ্ছেনা বিশ্বাসী ওরাওকে।তার পরিবারের সদস্যরা এসে হাসপাতালে জিজ্ঞাসাবাদ করলে কোনও সদুত্তর পাননি বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুনঃ পরনে শাড়ি, কাঁধে কন্ডারক্টরের রংচটা ব্যাগ! বাবা স্বপ্ন পূরণে রোজ হাওড়া-ধর্মতলা ছুটছেন ৫৮ বছরের ডলি, জানুন তাঁর জীবনের গল্প
ওই মহিলার মেয়ে জামাই সুমিত মুন্ডা জানান, “গতকাল পর্যন্ত উনি হাসপাতালে ছিলেন। ভোরের পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না, তা আমরা হাসপাতালে আসার পরেও কেউ জানায়নি। আমরা সকলকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কোনও উত্তর দেয়নি। পুলিশও প্রথমে অভিযোগ নিচ্ছিল না।” এদিকে বেলা বাড়তে এই ঘটনার খবর চাউর হতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা হাসপাতাল চত্ত্বরে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
advertisement
advertisement
হাসপাতাল সুপার ডাঃ পরিতোষ মণ্ডল জানান, “আমরা নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছি। এরকম ঘটনা মাঝে মধ্যে ঘটে। তবে পাওয়া যায় রোগীদের। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে ওই রোগী নিজেই বেরিয়ে যান।”
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2025 12:45 AM IST