ভোরের কুয়াশা ছিঁড়ে দেখা দেয় 'বাঁয়া গণেশ'! ডায়না নদীর পারে 'দাঁতাল' ঘিরে আতঙ্ক
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Elephant: শীতের কুয়াশাচ্ছন্ন সকালেই দেখা বাঁয়া গণেশের! নাম শুনে অবাক হচ্ছেন? এই গজরাজ আর পাঁচটি গজরাজ থেকে একটু আলাদা। ডুয়ার্সের ডায়না নদীর ধারে বাঁয়া গণেশের আগমনের অপরূপ সুন্দর এই দৃশ্য দেখে ভিড় সাধারণ মানুষ থেকে পর্যটকদের।
জলপাইগুড়ি: শীতের কুয়াশাচ্ছন্ন সকালেই দেখা বাঁয়া গণেশের! নাম শুনে অবাক হচ্ছেন? এই গজরাজ আর পাঁচটি গজরাজ থেকে একটু আলাদা। ডুয়ার্সের ডায়না নদীর ধারে বাঁয়া গণেশের আগমনের অপরূপ সুন্দর এই দৃশ্য দেখে ভিড় সাধারণ মানুষ থেকে পর্যটকদের।
ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য আর বন্যপ্রাণীর দৃশ্যাবলী সর্বদাই চমকে দেয়। কিন্তু কখনও কখনও এই বনাঞ্চলের বাসিন্দারা মানুষের কাছে এক অনবদ্য অভিজ্ঞতা তৈরি করে। আজ, শনিবার সকালে ঠিক তেমনটাই ঘটল। সাত সকালে, ডায়না নদীর ধারে দেখা মিলল এক বিশেষ ধরনের দৃশ্য। একটি দলছুট দাঁতাল দাঁড়িয়ে ছিল ডায়না নদীর ধারে।
আরও পড়ুন- কেউটের চেয়েও ‘বিষাক্ত’ এই সাপ! শরীরের গন্ধে ‘উষ্ণতা’ খুঁজতে আসে রাতে, তার পর যা করে…! শিউরে উঠবেন
তবে এই দাঁতালের বিশেষত্ব হল, তার বাম পাশের দাঁতটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, যার ফলে তাকে ‘বাঁয়া গণেশ’ নামে পরিচিত করা হয়েছে। এই দাঁতালটি একদিকে একটু ভিন্ন, যা তার পরিচিতি বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, নিউ ডুয়ার্সে একপাল হাতি নদীর ধারে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। । খবর পেয়ে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিন্নাগুড়ি, বানারহাট ও ডায়না রেঞ্জের বনকর্মীরা দুই স্থানেই নজরদারি শুরু করেন।
advertisement
advertisement
আরও পড়ুন-কিডনি ‘fail’-এর সংকেত! ‘এই’ লক্ষণগুলো শরীরে এলেই সতর্ক হন, ফেলে রাখলেই সব শেষ…!
তারা নিশ্চিত করতে চান যে এই বন্যপ্রাণীরা কোনও বিপদে না পড়ে, বা মানুষের কাছে আক্রমণাত্মক না হয়ে ওঠে। বন দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধ্যা ঘনাতেই সবগুলি হাতি জঙ্গলমুখী করা হবে, যাতে তারা নিরাপদে তাদের পথে চলতে পারে। কিন্তু, শীতের সকালে এই দৃশ্য যে মন ভালো করেছে অনেকের তা বলাই বাহুল্য!
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 14, 2024 3:13 PM IST