Alipurduar News: বাঁধ হল না আজও! তুরতুরি নদীর ভয়ে বর্ষাকালের কথা ভাবতেই ঘুম উড়ছে কৃষকদের!
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
এবারও বর্ষাকালে ক্ষতিগ্রস্ত হবে কৃষি জমি
আলিপুরদুয়ার: এবারও বর্ষাকালে ক্ষতিগ্রস্ত হবে কৃষি জমি। ধীরে ধীরে কৃষি জমি হারাচ্ছেন এলাকার কৃষকরা। তুরতুরি নদী বর্ষাকালে হয়ে ওঠে ভয়ঙ্কর। যার ফল ভোগ করতে হয় এলাকার কৃষকদের।
শামুকতলা গ্রাম পঞ্চায়েতের গারোখুটা এলাকায় তুরতুরি নদীর উপর বাঁধ নির্মাণ না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কয়েক হাজার কৃষক। এমনটাই জানা যায় ওই এলাকায় গিয়ে। সেচ দফতরের পক্ষ থেকে কয়েকদিন আগে নদীর বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছিল। নদীতে বাঁধ দিয়ে জল আটকে সেই জল ক্যানেলের মাধ্যমে চাষিরা জল সেচ হিসেবে ব্যবহার করার সুবিধা পেতেন। গত চার বছর আগে বাঁধ ভেঙ্গে গিয়েছে।
advertisement
advertisement
বাঁধ নির্মাণের কোন পরিকল্পনা নেই সেচ দফতর তারপর থেকে। যদিও সম্প্রতি সেচ দফতরের পক্ষ থেকে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছিল, কিন্তু বাঁধ নির্মাণের পরিকল্পনা ভুল থাকার কারণে ঠিকাদার সংস্থা কাজ শুরুর পরেও কাজ বন্ধ করে চলে যায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, কয়েক হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে সেচের জল না থাকায়। এদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, কলকাতা থেকে নতুন করে বাঁধ তৈরির শিডিউল না আসা পর্যন্ত নির্মাণ কাজ শুরু হচ্ছে না। ফলে বর্ষার প্রাক্কালে নদীর ওপর বাঁধ আদৌ নির্মাণ হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 19, 2025 2:24 PM IST
