Vastu Tips: সংসারে অভাব-অনটন কি পিছু ছাড়ছে না? বাস্তু মেনে এই ৪টি মূর্তি বাড়িতে রাখলেই ফিরবে সুখ-সমৃদ্ধি!
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Vastu Tips: বাড়িতে কি অশান্তি ও অনটন লেগেই আছে? পজিটিভ এনার্জি বাড়াতে এবং মা লক্ষ্মীর কৃপা পেতে বাড়িতে কোন কোন মূর্তি রাখা শুভ, জেনে নিন
বাস্তুশাস্ত্র অনেকেই বিশ্বাস করেন আবার অনেকে বিশ্বাস করেন না। তবে বাস্তুশাস্ত্র বলছে প্রত্যেক বাড়িতে পজিটিভ ও নেগেটিভ এনার্জি থাকে। যে বাড়িতে পজিটিভের থেকে নেগেটিভ এনার্জি বেশি থাকে, সেই বাড়িতে অশান্তি ও অনটন দেখা দেয়। আবার পজিটিভ এনার্জি বেশি থাকলে সংসারে সুখ সমৃদ্ধি উপচে ওঠে। বাড়িতে পজিটিভ এনার্জি বাড়ানোর জন্য কয়েকটি মূর্তি রাখার পরামর্শ দেওয়া আছে বাস্তুশাস্ত্রে। আর এই বিষয়ে আমাদের জানিয়েছেন বোলপুরের কঙ্কালীতলা মন্দিরের এক পুরনো সেবায়েত অতুল প্রসাদ চক্রবর্তী। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
advertisement
advertisement
মা লক্ষ্মীর মূর্তি প্রায় সব হিন্দু বাড়িতেই থাকে। হিন্দুধর্মে লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী। বাস্তু অনুসারে বাড়িতে লক্ষ্মীর মূর্তি রাখা অত্যন্ত শুভ। আর পাশাপশি প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালী পাঠ করা প্রয়োজন। বিশেষ করে সন্ধায় এই পাঁচালী পাঠ করলে বাড়িতে ধন সম্পদের অভাব দেখা যায় না বলে বিশ্বাস করেন অনেকে।
advertisement











