কবে শেষ হবে ফারাক্কা দ্বিতীয় সেতুর কাজ? 'পরিদর্শন' করে দিনক্ষণ ঘোষণা কেন্দ্রীয়মন্ত্রীর!

Last Updated:

পরিকল্পনা বদল করে ১৫ মাস বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে অসমাপ্ত সেতু তৈরির কাজ।

 ফারাক্কার দ্বিতীয় সেতু
ফারাক্কার দ্বিতীয় সেতু
মালদহ: বহু প্রতীক্ষিত ফারাক্কার দ্বিতীয় সেতুর কাজ ২০২৪ সালের জুন মাসের মধ্যেই শেষ করা হবে। এমনই জানালো জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং দায়িত্বপ্রাপ্ত এজেন্সি। বৃহস্পতিবার মালদহ সফরে নির্মীয়মান ফরাক্কা দ্বিতীয় ব্রিজ পরিদর্শনে পৌঁছন কেন্দ্রীয় গ্রামউন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কপিল মোড়েশ্বর পাটিল। ২০২৪ সালের জুন মাসের মধ্যে দ্বিতীয় সেতু তৈরির কাজ শেষ হবে বলে এদিন মন্ত্রীকে জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এই সেতু তৈরির কাজ শেষ হলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। একদিকে কমবে যানজট। অন্যদিকে ওয়ানওয়ে যান চলাচলের ফলে বাড়বে যানবাহনের গতি।
২০১৮ সালে শুরু হয়েছিল ফারাক্কা 'দ্বিতীয় সেতু' তৈরির কাজ। টার্গেট ছিল ২০২১ সালের ডিসেম্বর মাসের মধ্যে সেতুর কাজ শেষ করা। এরইমধ্যে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্মাণকাজ চলার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় এক ইঞ্জিনিয়ার-সহ দুইজনের। এই দুর্ঘটনা এবং করোনা পরিস্থিতির জন্য প্রায় ১৫ মাস ধরে বন্ধ ছিল সেতু তৈরির কাজ।
advertisement
advertisement
আপ্রোচ রোড=সহ ফরাক্কা দ্বিতীয় সেতুর দৈর্ঘ্য ৫.৬৮ কিলোমিটার। এরমধ্যে মূল সেতুর অংশ ২.৫৮ কিলোমিটার। বাকি অংশ দু'ধারের অ্যাপ্রোচ রোড।  প্রকল্প বরাদ্দ ৫২১ কোটি টাকা। সেতুতে সবমিলিয়ে ৮৪ পিলার রয়েছে। এরমধ্যে ৬৪ টি পিলার তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। ২০টি পিলার তৈরির কাজ এখনও বাকি। বিশাখাপত্তনমের সংস্থা আর কে,ই,সি প্রজেক্ট লিমিটেড এই সেতুর কাজের দায়িত্বে রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যেই ফরাক্কার দিকের অংশ থেকে শুরু হবে পিলার তৈরির বাকি কাজ। এমনই পরিকল্পনার কথা জানিয়েছে ভারপ্রাপ্ত এজেন্সি।
advertisement
তবে, এদিনের পরিদর্শনের পর কেন্দ্রীয় মন্ত্রী আধিকারিকদের নির্দেশ দেন, ২০২৪ সালের জুন মাসের পরিবর্তে অন্তত ছয় মাস সময় সেতু তৈরির কাজ এগিয়ে আনার চেষ্টা করতে হবে। এজন্য কাজের গতি বাড়ানোর নির্দেশ দেন মন্ত্রী। দিল্লিতে ফিরে গিয়ে এবিষয়ে বিভাগীয় মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।
সেবক দেবশর্মা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কবে শেষ হবে ফারাক্কা দ্বিতীয় সেতুর কাজ? 'পরিদর্শন' করে দিনক্ষণ ঘোষণা কেন্দ্রীয়মন্ত্রীর!
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement