করোনা আতঙ্ক কাটিয়ে এভারেস্ট-লোৎসে-নুপৎসে অভিযানের প্রস্তুতি শুরু করল নেপাল  

Last Updated:

আট সদস্যের একটি দল সোমবার নেপালের নামচে বাজার থেকে এভারেস্ট ব্যাসক্যাম্পের পথে রওনা দিয়েছে।

#হাওড়া: করোনা ভাইরাসের জেরে ব্যাপক সমস্যা তৈরী হলেও ২০২০ সালের এভারেস্ট-সহ একাধিক পর্বতশৃঙ্গ অভিযান নিয়ে প্রস্তুতি শুরু করল নেপাল সরকার। সাগরমাথা দূষণ নিয়ন্ত্রণ সংস্থার তরফে এভারেস্ট-সহ লোৎসে ও নুপৎসে শৃঙ্গের জন্য রুট তৈরী ও আবর্জনা পরিষ্কারের জন্য আট সদস্যের একটি দল সোমবার নেপালের নামচে বাজার থেকে এভারেস্ট ব্যাসক্যাম্পের পথে রওনা দিয়েছে দু'জন কুকিং মাস্টার-সহ আইস ফল ডক্টরদের দল।
advertisement
এই দল মূলত বেস-ক্যাম্প থেকে ক্যাম্প ২ পর্যন্ত রোপ ফিক্সিং ও খুম্বু আইসফল এলাকায় অনেক বড় বড় ক্রিভার্স বা বরফ ফাটল থেকে, সেই এলাকায় মই লাগিয়ে পর্বতারোহীদের পথ মসৃন করবেন আইসফল ডাক্তাররা।  মূলত ক্যাম্প ২ পর্যন্ত রোপ ফিক্সিং করা হয়, এরপর থেকে ক্যাম্প ২ থেকে সামিট বিট পর্যন্ত রোপ ফিক্সিং করতে মূলত অভিজ্ঞ শেরপারাই করে থাকেন। রুট তৈরীর সাথে সাথে এভারেস্ট ব্যাসক্যাম্প থেকে ক্যাম্প ২ পর্যন্ত পরে থাকা মৃতদেহ ও আবর্জনা সরানোর কাজ করবে এই দলটি।
advertisement
advertisement
প্রতিবছরই ব্যাসিক্যাম্প থেকে ক্যাম্প ২ পর্যন্ত রুট বদল হয়, কারণ খুম্বু আইসফল এলাকায় প্রায় প্রতিদিনই অ্যাভাল্যান্স হয় তাই এই রাস্তা চরিত্র বাদল হয়। সাগরমাথা দূষণ নিয়ন্ত্রণ কমিটির কর্মকর্তা নিশান শ্রেষ্ঠা জানান, নেপাল সরকার ও পর্বতারোহন সংস্থাগুলি যৌথ ভাবে এই আইসফল ডক্টরদের নিযুক্ত করে রুট তৈরী করার জন্য। এই অভিজ্ঞ দলটি অনেক বেশি সক্ষম এই রাস্তা তৈরিতে। আগামী সপ্তাহের মধ্যেই এই দলটি রাস্তার ম্যাপ ও  দূরত্ব মেপে বিপজ্জনক এলাকায়ও শনাক্ত করে ফেলবেন।
advertisement
পর্বত আরোহনের সঙ্গে যুক্ত সংস্থাগুলি জানিয়েছে, এখনও পর্যন্ত ৩০টিরও বেশী দল তাঁদের অভিযান বুকিং করে দিয়েছে। তাঁদের দাবি, যেহেতু  তিব্বতের দিক থেকে অর্থাৎ এভারেস্ট নর্থকল দিয়ে কোনও অভিযান হচ্ছে না সেক্ষত্রে আরও বেশ কিছু দল নেপাল অর্থাৎ সাউথকল রুটে অভিযান করবে। ফলে অনেক বেশী অভিযাত্রী মাত্র ৩-৪ দিনের সামিট উইন্ডো পাবে এবং সবাই চেষ্টা করবে এই দিনের মধ্যেই সামিট পুশ করার জন্য যার জেরে এবারও এভারেস্টে ট্রাফিক জ্যামের আশঙ্কা করা হচ্ছে। ট্রাফিক জ্যাম  বেশী  হলে অভিযাত্রীরা বিপদের সম্মুখীন হবে এমনকি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। সেটা যতটা কম হয় সেইদিকেই এবার বেশি নজর দিতে হবে। করোনা সমস্যাকে দূরে সরিয়ে শেরপারাও তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
advertisement
Debasish Chakraborty
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
করোনা আতঙ্ক কাটিয়ে এভারেস্ট-লোৎসে-নুপৎসে অভিযানের প্রস্তুতি শুরু করল নেপাল  
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement