এম এ, বি এড এবং টেট পাস করেও মেলেনি চাকরি! পেটের দায়ে যা করছেন যুবক...জানলে আঁতকে উঠবেন!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
নামেই বিশেষভাবে সক্ষম, এম.এ,বি.এড এবং টেট পাস করেও মিলেনি চাকরি ধূপকাঠি বিক্রি করেই জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন ৩১ বছর বয়সী এই যুবক!
শিলিগুড়ি: জীবনে ইচ্ছে আর মনের জোর থাকলে সবকিছুই সম্ভব। বিশেষভাবে সক্ষম হয়েও জীবনের লড়াইয়ে অটুট তিনি। পরিবারের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়ে রাস্তাঘাটে ধূপকাঠি বিক্রি করাই তাঁর পেশা। এম এ, বি এড পাস করলেও জোটেনি চাকরি। বাধ্য হয়ে জীবন বাঁচানোর তাগিদে এই পেশা বেছে নিয়েছেন বছর একত্রিশের যুবক।
জীবনে ইচ্ছে ছিল একটা ভাল চাকরি করে পরিবারের পাশে দাঁড়ানোর। নামেই শুধু বিশেষভাবে সক্ষম তাঁর কাজ এবং তাঁর চেষ্টা আজ অনেকের কাছে অনুপ্রেরণাই বটে। স্নাতক এবং বিএড পাস করার পর ২০২২ সালে টেট ও পাস করে বছরে ৩১ এর আশিস সাহা তবে এখনও জোটেনি চাকরি , কিন্তু চাকরি না পেলে কি হবে জীবন যুদ্ধে থেমে থাকেননি তিনি। পরিবারে বাবা-মা ও দুই ভাইয়ের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে পেটের দায়ে আজ জায়গায় জায়গায় ঘুরে ধূপকাঠি বিক্রি করছে আশিস।
advertisement
advertisement
আমবাড়ি, নকশালবাড়ি, মাটিগাড়া ,শিলিগুড়ি কোর্ট মোড়, শিলিগুড়ি জংশন সহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ধূপকাঠি বিক্রি করে কোনওমতে নিজের দিন যাপন করছে। এই প্রসঙ্গে আশিস বলেন, “এম এ, বি এড এবং ২০২২ সালে টেটও পাস করেছি তবে এখনও চাকরি পাইনি। ফলে নিজের দিনযাপনের জন্য এই কাজ বেছে নিয়েছি। থেমে থাকলে হবে না জীবনে এগিয়ে যেতে হবে, তাই কখনও নিজের বাড়িতে বানিয়ে আবার কখনও বাজার থেকে কিনে রাস্তায় রাস্তায় এই ধূপকাঠি বিক্রি করছি। চাকরির জন্য এখনও লড়াই করছি তবে পেট চালানোর দায়ে এই কাজ। জীবনে কাজ তো করতেই হবে, থেমে থাকাটা উচিত না।”
advertisement
বিশেষভাবে সক্ষম শুধু নামে তার কর্মকাণ্ড যেন সকলের মনে দাগ কেটে যায়। মনে অদম্য ইচ্ছা এবং ধৈর্য নিয়ে চাকরির জন্য লড়াই করার পাশাপাশি নিজের পরিবারের মুখে অন্য জোগাতে জায়গায় জায়গায় ধূপকাঠি বিক্রি করাই এখন তাঁর পেশা।
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 12, 2025 4:44 PM IST