Coochbehar News: একের পর এক কচ্ছপের মৃত্যু, উদ্বেগ বাড়ছে পরিবেশপ্রেমীদের

Last Updated:

কোচবিহারের এই দিঘির দূষণের মাত্রা বাড়ছে। দিঘির জলে অক্সিজেন কমছে। খাবার দেওয়ার পর জল পরিষ্কার না হওয়াতেই হয়ত এই বিপত্তি বলে মনে করছেন পরিবেশপ্রেমীরা

+
Black

Black Soft Shell Turtel (মোহন)

কোচবিহার: দীর্ঘ সময় ধরে কোচবিহারে বানেশ্বর শিব দিঘিতে রয়েছে বিশেষ প্রজাতির কচ্ছপ। এই কচ্ছপগুলি হল ব্ল্যাক সফট শেল কচ্ছপ। তবে স্থানীয় বাসিন্দারা এই কচ্ছপগুলিকে মোহন নামেই ডেকে থাকে। এখানে থাকা কিছু কচ্ছপের বয়স আশি বছর। আবার কিছুর বয়স একশো বা তারও বেশি। এই সমস্ত কচ্ছপগুলিকে স্থানীয় মানুষরা ভগবান রূপে পুজো করে থাকেন। দেবতা জ্ঞানেই তাঁদের পুজো করা হয়ে আসছে দীর্ঘ সময় ধরে। কোচবিহার জেলার বিভিন্ন দিঘিতেই এই মোহনেরা রয়েছে। তবে বাণেশ্বরের শিবদিঘির কচ্ছপ সবচেয়ে বেশি প্রাচীন ও বিখ্যাত। কিন্তু দীর্ঘদিন ধরে এক অজানা রোগে এই সমস্ত কচ্ছপের মৃত্যু হতে শুরু করেছে। এই কচ্ছপগুলির মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।
কোচবিহারের এই দিঘির দূষণের মাত্রা বাড়ছে। দিঘির জলে অক্সিজেন কমছে। খাবার দেওয়ার পর জল পরিষ্কার না হওয়াতেই হয়ত এই বিপত্তি বলে মনে করছেন পরিবেশপ্রেমীরা। মোহন রক্ষা কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন শীল জানান, গত কয়েক মাস আগে অজানা রোগে শিব দিঘিতে বহু কচ্ছপ তথা মোহনের মৃত্যু হয়েছে। এছাড়া পরিস্থিতি অনেকটাই ভয়াবহ আকার ধারণ করেছে। একের পর এক এতগুলি মোহনের মৃত্যুতে মোহনের অস্তিত্ব বানেশ্বর থেকে বিলীন হওয়ার মুখে। দ্রুত জরুরি পদক্ষেপ গ্রহণ করা না হলে অদূর ভবিষ্যতে হয়ত মোহন বানেশ্বর থেকে বিলীন হয়ে যাবে। তবে এত কিছুর পরেও হেলদোল নেই জেলা প্রশাসনের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তিনি আরও জানান, চলতি মাসে এখনও পর্যন্ত সাতটি কচ্ছপ অসুস্থ অবস্থায় বন দফতরের অধীনে চিকিৎসাধীন। এছাড়াও আরও বেশকিছু কচ্ছপের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। সব মিলিয়ে গোটা বিষয়টি নিয়ে প্রশাসনিক উদাসীনতা চোখে পড়ছে প্রতি মুহুর্তে। তবে এই গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্তারা। তাঁরা এই বিষয় নিয়ে কোনও প্রকার প্রতিক্রিয়া দিতে নারাজ। তবে জেলা কোচবিহারের দীর্ঘ সময়ের ঐতিহ্য এই কচ্ছপ বা মোহন নিয়ে উদ্বিগ্ন হয়ে রয়েছেন পরিবেশপ্রেমীরা। বারংবার এভাবে মৃত্যু রুখতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক জেলা প্রশাসন, এমনটাই দাবি জেলাবাসীর।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Coochbehar News: একের পর এক কচ্ছপের মৃত্যু, উদ্বেগ বাড়ছে পরিবেশপ্রেমীদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement