North Bengal news: আর ট্রেনের ধাক্কায় মৃত্যু নয়! একটি ডিভাইস বাঁচাতে পারে বাইসন, হরিণের প্রাণ
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
North Bengal news: রেলের ধাক্কায় হাতির মৃত্যু রুখতে আধুনিক যন্ত্র ব্যবহার করছে বন দফতর! এই পদ্ধতি ব্যবহার করলে হাতির মৃত্যু রোধ সম্ভব হবে, এমনটাই মনে করছে বন দফতর এবং রেল দফতর।
জলপাইগুড়ি: রেলের ধাক্কায় হাতির মৃত্যু রুখতে আধুনিক যন্ত্র ব্যবহার করছে বন দফতর! এই পদ্ধতি ব্যবহার করলে হাতির মৃত্যু রোধ সম্ভব হবে, এমনটাই মনে করছে বনদফতর এবং রেল দফতর। পরিসংখ্যানে দেখা যাচ্ছে উওরবঙ্গে ২০১৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত রেল ধাক্কায় হাতির মৃত্যু হয়েছে ৪৭টি। তবে এবার বনদফতর এবং পরিবেশ সংগঠনের সঙ্গে একত্রিত হয়ে তৈরি করা হয়েছে ‘এলিফেন্ট লাইফ’ ডিভাইস।
এই যন্ত্রটিকে মূলত নিয়ন্ত্রণ করবে আধুনিক এআই টেকনোলজি। যদি হাতি রেল লাইনের মধ্যে চলে আসে তাহলে মেসেজ বন দফতর এবং রেল দফতরের কাছে পৌঁছে যাবে। ডিভাইসটির মধ্যে ক্যামেরা বসানো থাকবে এবং কোন ধরনের বন্যপ্রাণ রেললাইনের পথে এসেছে তা পৌঁছে যাবে ছবির মধ্যে দিয়ে, এমনটাই জানালেন উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি।
advertisement
advertisement
আধুনিক পদ্ধতির এই ডিভাইস তৈরি করেছে স্ন্যাপ নামে পরিবেশ সংগঠন। যার মধ্যে ক্যামেরা রয়েছে। যদি কোনও ব্যক্তি এই ডিভাইসকে চুরি করতে যায় তার ডিটেলস চলে আসবে ডিভাইসের মধ্য ছবির মধ্যে দিয়ে পুরো বিষয় জানতে পারবে দুই দফতর। চাপড়ামারি জঙ্গলে বসানো হয়েছে এই ডিভাইস।
advertisement
রেলের ধাক্কায় বেশি হাতির মৃত্যু হয়েছে এই এলাকায়। স্ন্যাপের ডিরেক্টর কৌস্তভ চক্রবর্তী জানান এই ডিভাইস বানাতে আর্থিক সহযোগিতা করেছে বিদেশি পরিবেশ সংস্থা। এই বিদেশি সংস্থার সদস্য সঙ্গীতা আইয়ার জানান, এক গর্ভবতী হাতির মর্মান্তিক মৃত্যু তাঁদের নাড়িয়ে দেয়। এরপর থেকেই তাঁরা শুরু করেন চিন্তাভাবনা এই জাতীয় ডিভাইস তৈরির যার মাধ্যমে বার্তা পৌঁছে যাবে বন দফতরে এবং রেলের চালকের কাছে যে ট্রেন লাইনে হাতি চলে এসেছে।
advertisement
শুধুমাত্র হাতিই নয় এই যন্ত্রর মাধ্যমে জানা যাবে বাইসন বা বড় হরিণ রেল ট্র্যাক পার করলেও। আধুনিক এই যন্ত্রই এখন রেলের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে আশার আলো দেখাচ্ছে বন দফতর ও পরিবেশ সংগঠনগুলিকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 05, 2025 7:35 PM IST