নকশালবাড়িতে গ্রামের পর গ্রাম দাপিয়ে বেড়াচ্ছে দামাল হাতি

Last Updated:
#শিলিগুড়ি: নকশালবাড়িতে লোকালয়ে হাতির তাণ্ডব। বেশ কয়েকটি গ্রামে দাপিয়ে বেড়ায় হাতি। প্রাথমিকভাবে হাতি তাড়ানোর চেষ্টা করেন গ্রামবাসীরা। ব্যর্থ হয়ে বনদফতরে খবর দেন। এলাকায় যান বনকর্মীরা। হাতি কাবু করতে ছোড়া হয় ঘুমপাড়ানি গুলি।
গতমাসেই আলিপুরদুয়ারের ফালাকাটার মাদারি রোডে চলে দাঁতালের তাণ্ডবলীলা। চলন্ত টোটোকে ধাক্কা মেরে ফেলে দেয় হাতি। যাত্রী নিয়ে যাচ্ছিল টোটোটি । আচমকাই রাস্তায় হাজির হাতি। সমস্ত রোষ গিয়ে পড়ে টোটোর উপর। তারপরই টোটোর দিকে আক্রমণ। বেসামাল হয়ে টোটো থেকে ছিটকে পড়েন চালক-সহ দু’জন। সিসি ক্যামেরায় ধরা পড়ে হাতির তাণ্ডবের ছবি। তার আগেই হাতির হামলায় মৃত্যু হয় এক মহিলার। মাদারিহাটের বাসিন্দা রাধিকা ওঁরাও সকালে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। স্থানীয়দের দাবি, আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে দাঁতাল শুঁড়ে তুলে আছাড় মারে তাঁকে। ঘটনাস্থলেই মারা যান রাধিকা। মাদারিহাট ফলাকাটা রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। আধিকারিকদের আশ্বাসে অবরোধ ওঠে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নকশালবাড়িতে গ্রামের পর গ্রাম দাপিয়ে বেড়াচ্ছে দামাল হাতি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১০ নভেম্বর, ২০২৫ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী
  • সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দেখে নিন সাপ্তাহিক রাশিফল

VIEW MORE
advertisement
advertisement