Elephant Attack: খিদের জ্বালায় জঙ্গল ছেড়ে সোজা লোকালয়ে হাজির! আস্ত বাড়ি গুঁড়িয়ে দিল দাঁতাল হাতি, কীভাবে ক্ষতিপূরণ পাওয়া যাবে জানাল বন দফতর

Last Updated:

Elephant Attack: উত্তরবঙ্গে মাঝেমধ্যেই হাতির হামলার ঘটনা ঘটে। অনেক সময় খাবারের সন্ধানে লোকালয়েও ঢুকে পড়ে গজরাজ। গতকাল রাতে জলপাইগুড়িতে এমনই ঘটনা ঘটেছিল। একটি বাড়ি গুঁড়িয়ে দেয় ওই দাঁতাল হাতি।

ক্ষতিগ্রস্ত বাড়ি
ক্ষতিগ্রস্ত বাড়ি
মাটিয়ালি, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ খাবারের সন্ধানে ফের লোকালয়ে ঢুকে পড়ল হাতি। শুধু তাই নয়, লোকালয়ে ঢুকে বাড়িও গুঁড়িয়ে দিল গজরাজ। জলপাইগুড়ির মাটিয়ালি ব্লকের গরুমারা জঙ্গল সংলগ্ন মূর্তি ফরেস্ট বস্তি এলাকায় ঘটনাটি ঘটেছে। হাতির হানার এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
জানা যায়, রবিবার রাত প্রায় ২টো নাগাদ সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি বড় দাঁতাল হাতি মূর্তি নদী পেরিয়ে উত্তর ধুপঝোরার মূর্তি ফরেস্ট বস্তি এলাকায় চলে আসে। হাতিটি ওই এলাকায় ভাগমানিয়া ওরাওঁয়ের বাড়িতে তাণ্ডব চালায়। ভোর রাত নাগাদ স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ওই এলাকা থেকে জঙ্গলে চলে যায়।
আরও পড়ুনঃ গরুমারায় হাতির মলে মিলল মারাত্মক জিনিস! আতঙ্কিত পরিবেশপ্রেমী থেকে স্থানীয় মানুষজন সবাই
রাতের অন্ধকারে এভাবে হাতির হামলার ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে বন দফতর।
advertisement
advertisement
প্রসঙ্গত, উত্তরবঙ্গে মাঝেমধ্যেই হাতির হামলার ঘটনা ঘটে। অনেক সময় খাবারের সন্ধানে লোকালয়েও ঢুকে পড়ে গজরাজ। গতকাল রাতে মূর্তি ফরেস্ট বস্তি এলাকাতেও এমনই ঘটনা ঘটে। স্থানীয় ভাগমানিয়া ওরাওঁয়ের বাড়িতে তাণ্ডব চালায় ওই দলছুট দাঁতাল হাতি। ভোর নাগাদ স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি জঙ্গলে ফিরলেও এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Elephant Attack: খিদের জ্বালায় জঙ্গল ছেড়ে সোজা লোকালয়ে হাজির! আস্ত বাড়ি গুঁড়িয়ে দিল দাঁতাল হাতি, কীভাবে ক্ষতিপূরণ পাওয়া যাবে জানাল বন দফতর
Next Article
advertisement
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র IAS আধিকারিক
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র আধিকারিক
  • নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রেসিডেন্সি, মালদহ, জলপাইগুড়ি, বর্ধমান ও মেদিনীপুর ডিভিশনে এসআইআর কাজ পর্যবেক্ষণ করতে পাঁচজন সিনিয়র আইএএস অফিসার নিয়োগ করা হয়েছে. তারা দিল্লির কেন্দ্রীয় সরকারি দফতরে কর্মরত ছিলেন. এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা রাজ্যে কাজ করবেন.

VIEW MORE
advertisement
advertisement