Jalpaiguri News: গরুমারায় হাতির মলে মিলল মারাত্মক জিনিস! আতঙ্কিত পরিবেশপ্রেমী থেকে স্থানীয় মানুষজন সবাই
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: পরিবেশপ্রেমীদের মতে, খাদ্যনালীতে প্লাস্টিক আটকে গেলে বন্যপ্রাণীর সংক্রমণ, হজমজনিত সমস্যা, মৃত্যুর ঝুঁকিও তৈরি হতে পারে। আর গরুমারার মতো সংবেদনশীল জঙ্গলে এই ঘটনা ভবিষ্যতে বড় বিপদের বার্তা দিচ্ছে।
হাতির মলে গুচ্ছ গুচ্ছ প্লাস্টিক! গরুমারা জঙ্গলের সবুজ নিস্তব্ধতা ভেঙে দিয়েছে এক অস্বস্তিকর সত্য। জঙ্গলের পাশের বিভিন্ন হোটেল ও রিসর্টের বেআইনি বর্জ্য ফেলার অভিযোগে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। বনাঞ্চলের আশেপাশে জমে থাকা আবর্জনার স্তূপে খাবারের সন্ধানে ঢুকে পড়ছে হাতির দল। সেখান থেকেই হচ্ছে এই বিপদ। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
সম্প্রতি হাতির মল থেকে উদ্ধার হয়েছে পলিথিন ব্যাগ সহ নানা ধরনের প্লাস্টিকের অংশ। খবর ছড়াতেই আতঙ্কিত পরিবেশপ্রেমী ও স্থানীয় মানুষজন। পরিবেশপ্রেমীদের মতে, প্লাস্টিক খাদ্যনালীতে আটকে গেলে বন্যপ্রাণীর সংক্রমণ, হজমজনিত সমস্যা, মৃত্যুর ঝুঁকিও তৈরি হতে পারে। আর গরুমারার মতো সংবেদনশীল জঙ্গলে এই ঘটনা ভবিষ্যতে বড় বিপদের বার্তা দিচ্ছে।
advertisement
advertisement
advertisement
