Jalpaiguri News: গরুমারায় হাতির মলে মিলল মারাত্মক জিনিস! আতঙ্কিত পরিবেশপ্রেমী থেকে স্থানীয় মানুষজন সবাই

Last Updated:
Jalpaiguri News: পরিবেশপ্রেমীদের মতে, খাদ্যনালীতে প্লাস্টিক আটকে গেলে বন্যপ্রাণীর সংক্রমণ, হজমজনিত সমস্যা, মৃত্যুর ঝুঁকিও তৈরি হতে পারে। আর গরুমারার মতো সংবেদনশীল জঙ্গলে এই ঘটনা ভবিষ্যতে বড় বিপদের বার্তা দিচ্ছে।
1/5
হাতির মলে গুচ্ছ গুচ্ছ প্লাস্টিক! গরুমারা জঙ্গলের সবুজ নিস্তব্ধতা ভেঙে দিয়েছে এক অস্বস্তিকর সত্য। জঙ্গলের পাশের বিভিন্ন হোটেল ও রিসর্টের বেআইনি বর্জ্য ফেলার অভিযোগে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। বনাঞ্চলের আশেপাশে জমে থাকা আবর্জনার স্তূপে খাবারের সন্ধানে ঢুকে পড়ছে হাতির দল। সেখান থেকেই হচ্ছে এই বিপদ। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
হাতির মলে গুচ্ছ গুচ্ছ প্লাস্টিক! গরুমারা জঙ্গলের সবুজ নিস্তব্ধতা ভেঙে দিয়েছে এক অস্বস্তিকর সত্য। জঙ্গলের পাশের বিভিন্ন হোটেল ও রিসর্টের বেআইনি বর্জ্য ফেলার অভিযোগে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। বনাঞ্চলের আশেপাশে জমে থাকা আবর্জনার স্তূপে খাবারের সন্ধানে ঢুকে পড়ছে হাতির দল। সেখান থেকেই হচ্ছে এই বিপদ। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
2/5
সম্প্রতি হাতির মল থেকে উদ্ধার হয়েছে পলিথিন ব্যাগ সহ নানা ধরনের প্লাস্টিকের অংশ। খবর ছড়াতেই আতঙ্কিত পরিবেশপ্রেমী ও স্থানীয় মানুষজন। পরিবেশপ্রেমীদের মতে, প্লাস্টিক খাদ্যনালীতে আটকে গেলে বন্যপ্রাণীর সংক্রমণ, হজমজনিত সমস্যা, মৃত্যুর ঝুঁকিও তৈরি হতে পারে। আর গরুমারার মতো সংবেদনশীল জঙ্গলে এই ঘটনা ভবিষ্যতে বড় বিপদের বার্তা দিচ্ছে।
সম্প্রতি হাতির মল থেকে উদ্ধার হয়েছে পলিথিন ব্যাগ সহ নানা ধরনের প্লাস্টিকের অংশ। খবর ছড়াতেই আতঙ্কিত পরিবেশপ্রেমী ও স্থানীয় মানুষজন। পরিবেশপ্রেমীদের মতে, প্লাস্টিক খাদ্যনালীতে আটকে গেলে বন্যপ্রাণীর সংক্রমণ, হজমজনিত সমস্যা, মৃত্যুর ঝুঁকিও তৈরি হতে পারে। আর গরুমারার মতো সংবেদনশীল জঙ্গলে এই ঘটনা ভবিষ্যতে বড় বিপদের বার্তা দিচ্ছে।
advertisement
3/5
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছু হোটেল ও রিসর্ট নিয়ম মেনে বর্জ্য নিষ্পত্তি করে না। রাতে কিংবা পর্যটকদের ভিড় বেশি থাকলে সুযোগ বুঝে জঙ্গলের সীমানায় ফেলে দেওয়া হয় খাবারের উচ্ছিষ্ট, প্লাস্টিক, বোতল সহ অন্যান্য ময়লা। আর সেখানেই খাবারের আশায় জড়ো হয় বিভিন্ন বন্যপ্রাণী, বিশেষত হাতি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছু হোটেল ও রিসর্ট নিয়ম মেনে বর্জ্য নিষ্পত্তি করে না। রাতে কিংবা পর্যটকদের ভিড় বেশি থাকলে সুযোগ বুঝে জঙ্গলের সীমানায় ফেলে দেওয়া হয় খাবারের উচ্ছিষ্ট, প্লাস্টিক, বোতল সহ অন্যান্য ময়লা। আর সেখানেই খাবারের আশায় জড়ো হয় বিভিন্ন বন্যপ্রাণী, বিশেষত হাতি।
advertisement
4/5
ঘটনার জেরে এলাকায় শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। পরিবেশপ্রেমী সংগঠনগুলি বন দফতরকে চিঠি দিয়ে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে। অনেকেই বলছেন, “বন্যপ্রাণী বাঁচাতে হলে পর্যটন ব্যবসা ও প্রকৃতি, দু'টোর প্রতিই সমান দায়বদ্ধতা থাকতে হবে।”
ঘটনার জেরে এলাকায় শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। পরিবেশপ্রেমী সংগঠনগুলি বন দফতরকে চিঠি দিয়ে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে। অনেকেই বলছেন, “বন্যপ্রাণী বাঁচাতে হলে পর্যটন ব্যবসা ও প্রকৃতি, দু'টোর প্রতিই সমান দায়বদ্ধতা থাকতে হবে।”
advertisement
5/5
বন দফতর ইতিমধ্যে পরিস্থিতি খতিয়ে দেখছে। গরুমারার 'প্রাণ' প্রকৃতি রক্ষার লড়াই নতুন নয়। তবে জঙ্গলের হাতির পেটে প্লাস্টিক মিলতে শুরু করলে সতর্কবার্তা আরও জোরালো হয়ে ওঠে। এখন দেখার, প্রশাসন কত দ্রুত কঠোর পদক্ষেপ নেয় এবং পর্যটন অঞ্চলে আবার স্বস্তির নিশ্বাস ফেরায়! (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
বন দফতর ইতিমধ্যে পরিস্থিতি খতিয়ে দেখছে। গরুমারার 'প্রাণ' প্রকৃতি রক্ষার লড়াই নতুন নয়। তবে জঙ্গলের হাতির পেটে প্লাস্টিক মিলতে শুরু করলে সতর্কবার্তা আরও জোরালো হয়ে ওঠে। এখন দেখার, প্রশাসন কত দ্রুত কঠোর পদক্ষেপ নেয় এবং পর্যটন অঞ্চলে আবার স্বস্তির নিশ্বাস ফেরায়! (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
advertisement
advertisement