দু’জেলায় ৩টে পর্যন্ত ভোটের হার ৬৯.৯৪%, বিক্ষিপ্ত অশান্তির অভিযোগে তদন্তের আশ্বাস নির্বাচন কমিশনের

Last Updated:
#কোচবিহার: প্রথম দফার ভোটে ঘটনাবহুল কোচবিহার ৷ ইভিএম বিকল, প্রার্থীর গাড়ি ভাঙচুর, ভোটারদের বাধা দেওয়া, মারধর, কখনও বা খোদ প্রার্থীকে ঘিরেই বিক্ষোভ, দিনভর নানা ঘটনায় সরগরম কোচবিহার ৷
ইভিএম ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা ৷ ঘটনাটি ঘটেছে বারোশোলমারিতে ৷ ইভিএম ভাঙচুর করার অভিযোগও উঠেছে ৷ গোটা ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন ৷
অন্যদিকে, নিজের খাসতালুকেই বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। দিনহাটার গড়কুড়ায় বুথে ঢুকতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোটাররা ৷ মাথাভাঙায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী গোবিন্দ রায়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে ৷
advertisement
advertisement
কোচবিহারের নাটাবাড়ির মাড়ুগঞ্জে ভোট দিয়ে ফেরার পথে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ কোচবিহারের সুনীতি অ্যাকাডেমি, মাড়ুগঞ্জ ও দিনহাটার কয়েকটি বুথে ইভিএম বিকল হয়ে পড়ায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ভোটপ্রক্রিয়া। প্রিসাইডিং অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখান ভোটাররা ৷
রাজ্যে প্রথম দফার ভোটে দিনভরই চলতে থাকে অভিযোগ পাল্টা অভিযোগের পালা ৷ দিনহাটার নাজিরগঞ্জে বিজেপি যুবমোর্চার গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷
advertisement
অন্যদিকে, আলিপুরদুয়ারে ভোট মিটেছে শান্তিতেই ৷ তাল কাটল শুধু বিকল ইভিএম, ভিভিপ্যাটে ৷ কয়েক জায়গায় ভোট শুরুর সময় পিছল বেশ কিছুক্ষণ ৷ দীর্ঘ অপেক্ষার পর ফিরে গেলেন অনেক ভোটার।
উত্তরবঙ্গের দুই জেলায় বিকেল ৩টে পর্যন্ত মোট ভোটের হার ৬৯.৯৪% ৷ আলিপুরদুয়ারে ৭১.৪৪% ভোট পড়েছে ৷ অন্যদিকে, কোচবিহারে ভোট পড়েছে ৬৮.৪৪% ৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দু’জেলায় ৩টে পর্যন্ত ভোটের হার ৬৯.৯৪%, বিক্ষিপ্ত অশান্তির অভিযোগে তদন্তের আশ্বাস নির্বাচন কমিশনের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement