Alipurduar News: মোবাইল ছেড়ে নাটকে ফেরা! অভিনব প্রচেষ্টা ফালাকাটায়
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
নাটক দেখার সুযোগ করে দিয়েছে ফালাকাটা ড্রামাটিক হল
আলিপুরদুয়ার: ফালাকাটাবাসীকে দেশের বিভিন্ন এলাকার নাটক দেখার সুযোগ করে দিয়েছে ফালাকাটা ড্রামাটিক হল। প্রাচীন এই হলের ১০৩ তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা হয়েছে। পাশাপাশি চলছে একাঙ্ক নাটক উৎসব।
বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্রকে শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়েছে। ফালাকাটাবাসীকে সংস্কৃতিমুখর করতে এই উদ্যোগ বলে জানা যায়। ফালাকাটা ড্রামাটিক হল কমিটির পক্ষ থেকে নাটকের আয়োজন বছরের প্রতি সময় করা হয়। একাঙ্ক নাটক বর্তমানে বিলুপ্তপ্রায়। এই নাটকের মূল বৈশিষ্ট নাটকটিকে সরলভাবে উপস্থাপিত করা। দীর্ঘ সময় নয়, খুব কম সময়ে নাটকটি উপস্থাপিত করতে হয় বলে জানা যায়। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যুব সমাজকে নাটকমুখী করার লক্ষ্যে এবং সংস্কৃতি চেতনা বৃদ্ধির লক্ষ্যেই এই একাঙ্ক নাটক উৎসবের আয়োজন করা হয়েছেl বর্তমান সময়ের যুবসমাজ মোবাইলের দিকে আসক্ত হচ্ছে, সেখান থেকে তাদেরকে বেরিয়ে এসে সংস্কৃতি চর্চায় আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন। সপ্তাহধরে চলবে এই উৎসব। উৎসবে সহায়তা করছে ফালাকাটা ব্লক প্রশাসন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিডিও অনিক রায় জানান, “সংস্কৃতি চর্চার অন্যতম স্থান ফালাকাটা। এখানে প্রাচীন হল রয়েছে, যেটি নাট্যচর্চার কেন্দ্র। বর্তমান সময়ের ছেলেমেয়েরা তেমন আগ্রহী নয়। তবে হল কর্তৃপক্ষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা সাধুবাদ পাওয়ার যোগ্য।” জানা গিয়েছে এই রাজ্য ও প্রতিবেশী রাজ্য মিলিয়ে মোট ৭০ টি নাট্যগোষ্ঠীর নাটক মঞ্চস্থ হচ্ছে। অসম রাজ্যের নাটকগুলি মন ছুঁয়ে যাচ্ছে দর্শকদের।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 26, 2025 5:33 PM IST
