West Medinipur News: ভরসন্ধ্যায় গৃহস্থের বাড়িতে আগুন! এলাকায় কীর্তনের অনুষ্ঠান চলাকালীন বিপত্তি, ভয়াবহ অগ্নিকাণ্ডে ছড়াল আতঙ্ক
- Reported by:Syed Mijanur Mahaman
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
West Medinipur News: আগুন লাগার সময় গ্রামে কীর্তনের অনুষ্ঠান চলছিল। স্থানীয়রা আগুন লেগেছে দেখতে পেয়ে চিৎকার করে জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ ভরসন্ধ্যায় গৃহস্থের বাড়িতে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কাশকুলি এলাকায়।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কাশকুলি এলাকায় ভরসন্ধ্যায় একটি গৃহস্থ বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। রঘুনাথ সাঁতরার বাড়িতে আগুন লাগার কারণে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আগুন লাগার সময় গ্রামে কীর্তনের অনুষ্ঠান চলছিল। স্থানীয়রা আগুন লেগেছে দেখতে পেয়ে চিৎকার করে জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনার খবর পেয়ে ঘাটাল দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
advertisement
আরও পড়ুনঃ নেপথ্যে ১০০ বছরের ইতিহাস, বেলদা স্টেশনের আগের নাম কী ছিল এবং কেন ছিল জানেন?
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সন্ধ্যার প্রদীপের আগুন থেকে এই আগুন লেগেছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী। বাড়ির লোকজনের কোনও ক্ষতি না হলেও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে।
advertisement
advertisement
জানা যায়, কাশকুলি এলাকার বাসিন্দা রঘুনাথ সাঁতরার বাড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটেছিল। গ্রামে কীর্তনের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন সকলে। বাড়িতে আগুন লাগার পর স্থানীয়দের চিৎকারে সবাই জড়ো হয়। এলাকাবাসীর তৎপরতায় আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ঘাটাল দমকল বিভাগে খবর দেওয়া হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ঘাটাল দমকল বিভাগের একটি ইঞ্জিন। স্থানীয় মানুষ ও দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যার পর প্রদীপের আগুন থেকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে প্রাথমিক ধারণা সকলের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবার ও গ্রামবাসীর মুখে আতঙ্ক পরিষ্কার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Oct 30, 2025 9:45 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ভরসন্ধ্যায় গৃহস্থের বাড়িতে আগুন! এলাকায় কীর্তনের অনুষ্ঠান চলাকালীন বিপত্তি, ভয়াবহ অগ্নিকাণ্ডে ছড়াল আতঙ্ক









