South Dinajpur News: হাতে লেখা নয়! চালু ই প্রেসক্রিপশন,আরও বেশি সুবিধা রোগীদের
- Published by:purnendu mondal
- hyperlocal
- Reported by:
Last Updated:
হাতে লেখা প্রেসক্রিপশন আর নয়। এবার কম্পিউটারের মাধ্যমে লেখা ই প্রেসক্রিপশন হতে চলেছে বালুরঘাট জেলা হাসপাতালে।
দক্ষিণ দিনাজপুর: হাতে লেখা প্রেসক্রিপশন আর নয়। এবার কম্পিউটারের মাধ্যমে লেখা ই প্রেসক্রিপশন হতে চলেছে বালুরঘাট জেলা হাসপাতালে। জেলা হাসপাতালের বহির্বিভাগেই আপাতত ই প্রেসক্রিপশন চালু করতে চলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মূলত, প্রথমেই শল্য ও সূচিবেধী (আকুপাংচার) বিভাগে এই ই প্রেসক্রিপশন চালু হচ্ছে। পরবর্তীতে সব বিভাগেই এই ই প্রেসক্রিপশন চালু হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। প্রসঙ্গত, বালুরঘাট জেলা হাসপাতালে বহির্বিভাগের প্রতিদিন প্রচুর রোগী চিকিৎসা করাতে আসেন।
হাসপাতালের ওষুধের দোকানেও পরে লম্বা লাইন। অনেকেই প্রেসক্রিপশনে ওষুধের লেখা নাম পড়তে ও বুঝতে পারে না। ফলে তারা যত্রতত্র সেই প্রেসক্রিপশন বুঝতে ঘুরে বেড়ায়। রোগীদের অভিযোগ, অনেক সময় ব্যস্ততার কারণে ওষুধ দেওয়ার সময় প্রেসক্রিপশনের সঙ্গে ওষুধ ভালো করে রোগীদের বুঝিয়ে দেয় না স্বাস্থ্যকর্মীরা। ফলে কোন ওষুধ কখন খাওয়া হবে কিংবা কত দিন চলবে, এমন বিস্তারিত কিছুই জানতে পারে না রোগীরা। এবারে এই ই প্রেসক্রিপশন এর মাধ্যমে মিলবে সেই পরিষেবা।
advertisement
advertisement
জানা গিয়েছে, ওই প্রেসক্রিপশনে রোগীর নাম, রোগের সমস্ত তথ্য থাকবে। পাশাপাশি ওষুধের নাম দেওয়া থাকবে। তা কিভাবে খেতে হবে, কতদিন খেতে হবে, তা লেখা থাকবে। এমনকি বাড়তি কোন পরামর্শ থাকলেও তা স্পষ্ট করে লেখা থাকবে প্রেসক্রিপশনে। এবিষয়ে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন,”স্বাস্থ্য দফতর থেকে নির্দেশ এসেছে। তাই হাসপাতালে ই-প্রেসক্রিপশন চালু করতে চলেছি। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। চলতি সপ্তাহেই চালু হয়ে যাবে বলে আশা করছি।”
advertisement
আপাতত মানসিক, নাক কান ও আকুপাংচার বিভাগে পাইলট প্রজেক্ট হিসেবে ই-প্রেসক্রিপশন চালু করা হবে। আগামী দিনে ধীরে ধীরে সব বিভাগেই এই পরিষেবা চালু করা হবে। এই ই প্রেসক্রিপশন চালু হলে বহু মানুষ উপকৃত হবেন। দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানা গিয়েছে, রাজ্য থেকে জেলায় এই প্রেসক্রিপশন চালুর নির্দেশিকা এসেছে। সেই মত দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথমে ছয়টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই প্রেসক্রিপশন পরিষেবা পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হয়েছিল। সেই প্রজেক্ট খুব ভালোভাবেই চলছে বলে জানা গিয়েছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2023 12:29 PM IST