Malda News: মরশুম শেষ হলেও জমজমাট আমের বাজার, পুজোয় ঘুরে আসুন মালদহের আম বাজার 

Last Updated:

Malda News: আমের নামকরণের তাৎপর্য থেকে আরও নানান তথ্য। এখানে আসলেই মালদহের আম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভের পাশাপাশি নানান তথ্য মিলবে।

+
আম

আম বাজারের আদলে মন্ডপ 

মালদহ: আপাতত আমের মরশুম শেষ। তাতে কি এবার পুজোয় মালদহে বিশেষ আকর্ষণ আম বাজার। জেলার বিখ্যাত সব প্রজাতির আমের পসরা নিয়ে বসেছে এই আম বাজার। শুধু আম নয়, এই বাজারে আসলে আপনি জানতে পারবেন বিখ্যাত সব আমের ইতিহাস। আমের নামকরণের তাৎপর্য থেকে আরও নানান তথ্য। এখানে আসলেই মালদহের আম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভের পাশাপাশি নানান তথ্য মিলবে। মালদহের আমের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতেই মালদহ শহরের নাট মন্দিরের এবারের পুজোর থিম আম বাজার।
আম বাগানের আদলে তৈরি করা হয়েছে মন্ডপ। কাল্পনিক আম বাগান তৈরি করা হয়েছে প্লাইবোর্ড-সহ বিভিন্ন সামগ্রী দিয়ে। মন্ডপের ভেতরে রয়েছে আমের বাজার। কাল্পনিক আম বাজার তৈরি করা হয়েছে মডেল দিয়ে।‌ মন্ডপের দেওয়ালে রয়েছে আমের ইতিহাস ঐতিহ্যের কথা। পুজো উদ্যোক্তা মঙ্গল দাস বলেন, ‘এই বছর আমরা মালদহ জেলার আমকে তুলে ধরছি পুজোর থিমের মাধ্যমে। প্রতিবছর জেলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরে থাকি। মালদা জেলার বহু আম বিলুপ্তি হয়ে যাচ্ছে। এগুলো কেউ তুলে ধরা হচ্ছে এই থিমের মাধ্যমে। আশা করছি দর্শনার্থীদের ভাল লাগবে।’
advertisement
advertisement
জেলার বিভিন্ন লুপ্তপ্রায় আমকেও তুলে ধরা হয়েছে তথ্যের মধ্যে। মালদহ জেলার বহু প্রজাতির আম এখন লুপ্তপ্রায়। সেগুলিকে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে এমন উদ্যোগ পুজো উদ্যোক্তাদের। মালদহ শহরের পুড়াটুলি নাট মন্দিরের এই বছরের পুজো ২৯ তম বর্ষ। প্রতিবছর নিত্যনতুন থিমের পুজো করে দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয় নাট মন্দিরের পুজো। পুজো থিমের মাধ্যমে জেলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরে থাকে এই পুজা উদ্যোক্তারা। এই বছরও তার ব্যতিক্রমী নয়, এবার দুর্গা পুজোর থিমের মাধ্যমে তারা তুলে ধরছেন জেলার বিখ্যাত আম। থিমের ভাবনাকে বিভিন্নভাবে বাস্তবায়িত করে দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলেছেন উদ্যোগ করা। প্রতিবছরের মত এই বছরও নাট মন্দিরের পুজো দর্শনার্থীদের মন জয় করবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: মরশুম শেষ হলেও জমজমাট আমের বাজার, পুজোয় ঘুরে আসুন মালদহের আম বাজার 
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement