ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা! ধস কবলিত এলাকা নিয়ে নয়া পরিকল্পনার কথা শোনালেন সাংসদ রাজু বিস্তা

Last Updated:

প্রবল বৃষ্টিতে বারংবার বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন রাস্তা। ধসের ফলে অনেক সময়েই থমকে গিয়েছে যান চলাচল। আর এই রাস্তার এই সমস্যা সমধানে এগিয়ে এলেন সাংসদ রাজু বিস্তা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কালিম্পং: প্রবল বৃষ্টিতে বারংবার বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন রাস্তা। ধসের ফলে অনেক সময়েই থমকে গিয়েছে যান চলাচল। আর এই রাস্তার এই সমস্যা সমধানে এগিয়ে এলেন সাংসদ রাজু বিস্তা। তিনি জানান, তিস্তার উপর ছোটো ছোটো সেতুর পরিকল্পনার কথা। বাংলা-সিকিম লাইফ লাইন নিয়ে নয়া প্ল্যান সামনে আনেন তিনি।
শনিবার ধস কবলিত এলাকা পরিদর্শনে যান তিনি। সেখানে গিয়েই তিনি এই কথা জানান। এই মধ্যেই ধসে জেরবার ১০ নং জাতীয় সড়ক। ২৯ মাইলের জাতীয় সড়ক প্রায় নিশ্চিহ্ন। এর জেরে প্রতিদিন ২০০ কোটির আর্থিক ক্ষতি হচ্ছে।
আরও পড়ুন: উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার আগে সাবধান, কাল থেকে বাতিল ট্রেন, তালিকায় কলকাতা-NJP রুটের ট্রেনও
ইরকন, এনএইচপিসি এবং এনএইচআইডিসিএল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। দ্রুত জাতীয় সড়ক সংস্কার করার বিষয়ে জোর দেন। প্রয়োজনে নতুন করে ধস বিধ্বস্ত এলাকায় ছোটো ছোটো সেতু করার পরিকল্পনা। আর জাতীয় সড়কের এই হালের জন্য রাজ্যের পূর্ত দফতরকে দায়ী করেন তিনি।
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা! ধস কবলিত এলাকা নিয়ে নয়া পরিকল্পনার কথা শোনালেন সাংসদ রাজু বিস্তা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement