Train Cancelled: উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার আগে সাবধান, কাল থেকে বাতিল একগুচ্ছ ট্রেন, কলকাতা-NJP রুটের ট্রেনও তালিকায়

Last Updated:
Indian Railways: পুজোর আগে অনেকেই উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা করেছেন। হটকেকের মতো বিক্রি হয়ে গিয়েছে টিকিটও, কিন্তু তার আগেই দুঃসংবাদ শোনাল ভারতীয় রেল।
1/5
পুজোর আগে অনেকেই উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা করেছেন। হটকেকের মতো বিক্রি হয়ে গিয়েছে টিকিটও, কিন্তু তার আগেই দুঃসংবাদ শোনাল ভারতীয় রেল। বাতিল করা হয়েছে উত্তরবঙ্গের একগুচ্ছ ট্রেন, যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে কলকাতা থেকে এনজেপি যাওয়ার বেশ কিছু ট্রেনের।
পুজোর আগে অনেকেই উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা করেছেন। হটকেকের মতো বিক্রি হয়ে গিয়েছে টিকিটও, কিন্তু তার আগেই দুঃসংবাদ শোনাল ভারতীয় রেল। বাতিল করা হয়েছে উত্তরবঙ্গের একগুচ্ছ ট্রেন, যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে কলকাতা থেকে এনজেপি যাওয়ার বেশ কিছু ট্রেনের।
advertisement
2/5
কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?* ৫৫৭৪৯ এনজেপি-হলদিবাড়ি প্যাসেঞ্জার (১৭–২০ আগস্ট)
* ৫৫৭৫২ হলদিবাড়ি-এনজেপি প্যাসেঞ্জার (১৭-২০ আগস্ট)
* ১৫৭১০ এবং ১৫৭০৯ এনজেপি-মালদা টাউন-এনজেপি এক্সপ্রেস (১৭-২০ আগস্ট)
* ১৫৭০৩ এবং ১৫৭০৪ এনজেপি-বঙ্গাইগাঁও-এনজেপি এক্সপ্রেস (১৭-২০ আগস্ট)
কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?* ৫৫৭৪৯ এনজেপি-হলদিবাড়ি প্যাসেঞ্জার (১৭–২০ আগস্ট)* ৫৫৭৫২ হলদিবাড়ি-এনজেপি প্যাসেঞ্জার (১৭-২০ আগস্ট)* ১৫৭১০ এবং ১৫৭০৯ এনজেপি-মালদা টাউন-এনজেপি এক্সপ্রেস (১৭-২০ আগস্ট)* ১৫৭০৩ এবং ১৫৭০৪ এনজেপি-বঙ্গাইগাঁও-এনজেপি এক্সপ্রেস (১৭-২০ আগস্ট)
advertisement
3/5
তালিকায় রয়েছে আরও ট্রেন:* ৭৫৭২১ শিলিগুড়ি জংশন-হলদিবাড়ি ডিইএমইউ (১৯ আগস্ট)
* ৭৫৭২২ হলদিবাড়ি-শিলিগুড়ি জংশন ডিইএমইউ (২০ আগস্ট)
* ৫৫৭৫০ হলদিবাড়ি-এনজেপি প্যাসেঞ্জার (১৩-২০ আগস্ট)
* আলিপুরদুয়ার জংশন-এনজেপি ট্যুরিস্ট এক্সপ্রেস (১৩-২০ আগস্ট)
তালিকায় রয়েছে আরও ট্রেন:* ৭৫৭২১ শিলিগুড়ি জংশন-হলদিবাড়ি ডিইএমইউ (১৯ আগস্ট)* ৭৫৭২২ হলদিবাড়ি-শিলিগুড়ি জংশন ডিইএমইউ (২০ আগস্ট)* ৫৫৭৫০ হলদিবাড়ি-এনজেপি প্যাসেঞ্জার (১৩-২০ আগস্ট)* আলিপুরদুয়ার জংশন-এনজেপি ট্যুরিস্ট এক্সপ্রেস (১৩-২০ আগস্ট)
advertisement
4/5
যাত্রাপথ বদল করা হয়েছে:* ১২০৪১ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস: ১৯ আগস্ট নিউ জলপাইগুড়ির বদলে কিষানগঞ্জ থেকে ছাড়বে।
* ১২০৪২ নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস: ২০ আগস্ট নিউ জলপাইগুড়ির বদলে কিষানগঞ্জ থেকে ছাড়বে।
যাত্রাপথ বদল করা হয়েছে:* ১২০৪১ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস: ১৯ আগস্ট নিউ জলপাইগুড়ির বদলে কিষানগঞ্জ থেকে ছাড়বে।* ১২০৪২ নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস: ২০ আগস্ট নিউ জলপাইগুড়ির বদলে কিষানগঞ্জ থেকে ছাড়বে।
advertisement
5/5
প্রভাব পড়েছে টয়ট্রেনেও:* ৫২৫৪১ এবং ৫২৫৪০ এনজেপি-দার্জিলিং টয়ট্রেন ১৯ আগস্ট নিউ জলপাইগুড়ি স্টেশনের বদলে শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে। ফিরতি পথেও যাত্রাপথ শিলিগুড়ি জংশনেই শেষ হবে।

নিউ জলপাইগুড়ি স্টেশন সংষ্কারের জেরে কিছু ট্রেন বাতিল ও যাত্রাপথ বদল করা হয়েছে।
প্রভাব পড়েছে টয়ট্রেনেও:* ৫২৫৪১ এবং ৫২৫৪০ এনজেপি-দার্জিলিং টয়ট্রেন ১৯ আগস্ট নিউ জলপাইগুড়ি স্টেশনের বদলে শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে। ফিরতি পথেও যাত্রাপথ শিলিগুড়ি জংশনেই শেষ হবে।নিউ জলপাইগুড়ি স্টেশন সংষ্কারের জেরে কিছু ট্রেন বাতিল ও যাত্রাপথ বদল করা হয়েছে।
advertisement
advertisement
advertisement