শিলিগুড়ি-মিরিক রাস্তায় বিপত্তি! দুধিয়ার লোহার সেতু ভেঙে চুরমার, কবে হবে স্বাভাবিক?

Last Updated:

উত্তরবঙ্গের পাহাড়ের যে সকল এলাকার ক্ষত এখনও পর্যন্ত মেরামতি করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়নি তার মধ্যে অন্যতম হল শিলিগুড়ি-মিরিক রাস্তা।

দুধিয়ার লোহার সেতু
দুধিয়ার লোহার সেতু
কার্শিয়াং, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: অক্টোবর মাসের ৪ তারিখ উত্তরবঙ্গ দেখে প্রকৃতির তাণ্ডবলীলা। উত্তরবঙ্গের পাহাড়ের বিভিন্ন এলাকায় মুষলধারে টানা ১২ ঘণ্টার বৃষ্টি আর ভুটান থেকে নামা জলে উত্তরবঙ্গের পাহাড়ের বিভিন্ন এলাকা বিপর্যয়ের মুখে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোলেও কিন্তু বেশ কিছু জায়গার ক্ষত এখনও মেরামত করা সম্ভব হয়নি।
উত্তরবঙ্গের পাহাড়ের যে সকল এলাকার ক্ষত এখনও পর্যন্ত মেরামতি করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়নি তার মধ্যে অন্যতম হল শিলিগুড়ি-মিরিক রাস্তা। এই রাস্তার উপর দুধিয়াতে বালাসন নদীর উপর থাকা লোহার সেতু ভেঙে চুরমার হয়ে যায়। আর সেই ক্ষত এখনও মেরামত করা সম্ভব হয়নি।
advertisement
advertisement
বালাসন নদীর উপর দুধিয়ার লোহার সেতু ভেঙ্গে যাওয়ার ফলে গত ৫ অক্টোবর থেকে শিলিগুড়ি-মিরিক যাতায়াত বন্ধ হয়েছে। আর এই লোহার সেতু ভেঙে যাওয়ার ফলে সবচেয়ে বেশি সমস্যায় যারা পড়েছেন তারা হলেন বালাসন নদীপাড়ের মালাবাসাবস্তি, বনকুলুং, মুক্তিডারার মতো একাধিক গ্রামের বাসিন্দারা। স্বাভাবিকভাবে এই সকল বাসিন্দাদের পাশাপাশি পর্যটক থেকে শুরু করে অন্যান্যদের মধ্যে প্রশ্ন কবে পরিস্থিতি স্বাভাবিক হবে?
advertisement
দার্জিলিং এর কার্শিয়াং এর দুধিয়ার লোহার সেতু ভেঙ্গে পড়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন হিউমপাইপ দিয়ে বিকল্প রাস্তার বন্দোবস্ত করার। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মতো ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। তবে সেই কাজ কবে শেষ হবে এবং শিলিগুড়ি-মিরিক যাতায়াত স্বাভাবিক হবে তা এখনও স্পষ্ট নয়।
advertisement
অন্যদিকে শিলিগুড়ি-মিরিক রাস্তার ওপর থাকা দুধিয়ার বালাসনের দুই পাড়কে দ্রুত যুক্ত করতে না পারার কারণে এলাকার বাসিন্দারা নিজেদের উদ্যোগে বিকল্প ব্যবস্থা হিসাবে নদীর উপর বাঁশ দিয়ে সেতু নির্মাণ শুরু করে। সেই বাসের সেতু নির্মাণ হতেই তার উপর দিয়ে হেঁটে যাতায়াত শুরু হয়। স্বাভাবিকভাবেই সাময়িকভাবে হেঁটে যাতায়াত করতে পারায় খুশি তারা। অন্যদিকে তারা দ্রুত হিউমপাইপ দিয়ে সেতু নির্মাণ যাতে হয় সেই দাবি করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শিলিগুড়ি-মিরিক রাস্তায় বিপত্তি! দুধিয়ার লোহার সেতু ভেঙে চুরমার, কবে হবে স্বাভাবিক?
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement