শিলিগুড়ি-মিরিক রাস্তায় বিপত্তি! দুধিয়ার লোহার সেতু ভেঙে চুরমার, কবে হবে স্বাভাবিক?
- Published by:Madhab Das
- local18
Last Updated:
উত্তরবঙ্গের পাহাড়ের যে সকল এলাকার ক্ষত এখনও পর্যন্ত মেরামতি করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়নি তার মধ্যে অন্যতম হল শিলিগুড়ি-মিরিক রাস্তা।
কার্শিয়াং, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: অক্টোবর মাসের ৪ তারিখ উত্তরবঙ্গ দেখে প্রকৃতির তাণ্ডবলীলা। উত্তরবঙ্গের পাহাড়ের বিভিন্ন এলাকায় মুষলধারে টানা ১২ ঘণ্টার বৃষ্টি আর ভুটান থেকে নামা জলে উত্তরবঙ্গের পাহাড়ের বিভিন্ন এলাকা বিপর্যয়ের মুখে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোলেও কিন্তু বেশ কিছু জায়গার ক্ষত এখনও মেরামত করা সম্ভব হয়নি।
উত্তরবঙ্গের পাহাড়ের যে সকল এলাকার ক্ষত এখনও পর্যন্ত মেরামতি করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়নি তার মধ্যে অন্যতম হল শিলিগুড়ি-মিরিক রাস্তা। এই রাস্তার উপর দুধিয়াতে বালাসন নদীর উপর থাকা লোহার সেতু ভেঙে চুরমার হয়ে যায়। আর সেই ক্ষত এখনও মেরামত করা সম্ভব হয়নি।
advertisement
advertisement
বালাসন নদীর উপর দুধিয়ার লোহার সেতু ভেঙ্গে যাওয়ার ফলে গত ৫ অক্টোবর থেকে শিলিগুড়ি-মিরিক যাতায়াত বন্ধ হয়েছে। আর এই লোহার সেতু ভেঙে যাওয়ার ফলে সবচেয়ে বেশি সমস্যায় যারা পড়েছেন তারা হলেন বালাসন নদীপাড়ের মালাবাসাবস্তি, বনকুলুং, মুক্তিডারার মতো একাধিক গ্রামের বাসিন্দারা। স্বাভাবিকভাবে এই সকল বাসিন্দাদের পাশাপাশি পর্যটক থেকে শুরু করে অন্যান্যদের মধ্যে প্রশ্ন কবে পরিস্থিতি স্বাভাবিক হবে?
advertisement
দার্জিলিং এর কার্শিয়াং এর দুধিয়ার লোহার সেতু ভেঙ্গে পড়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন হিউমপাইপ দিয়ে বিকল্প রাস্তার বন্দোবস্ত করার। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মতো ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। তবে সেই কাজ কবে শেষ হবে এবং শিলিগুড়ি-মিরিক যাতায়াত স্বাভাবিক হবে তা এখনও স্পষ্ট নয়।
advertisement
অন্যদিকে শিলিগুড়ি-মিরিক রাস্তার ওপর থাকা দুধিয়ার বালাসনের দুই পাড়কে দ্রুত যুক্ত করতে না পারার কারণে এলাকার বাসিন্দারা নিজেদের উদ্যোগে বিকল্প ব্যবস্থা হিসাবে নদীর উপর বাঁশ দিয়ে সেতু নির্মাণ শুরু করে। সেই বাসের সেতু নির্মাণ হতেই তার উপর দিয়ে হেঁটে যাতায়াত শুরু হয়। স্বাভাবিকভাবেই সাময়িকভাবে হেঁটে যাতায়াত করতে পারায় খুশি তারা। অন্যদিকে তারা দ্রুত হিউমপাইপ দিয়ে সেতু নির্মাণ যাতে হয় সেই দাবি করেছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
October 14, 2025 2:13 PM IST