খুদে কোলে আশাকর্মীর বাড়িতে ঢুকে পড়ল ২ মহিলা, তারপর যা ঘটল! বিশ্বাস করতে পারছেন না কেউ, চাঞ্চল্য এলাকায়

Last Updated:

খুদে শিশুদের কোলে নিয়ে বাড়িতে হানা মহিলাদের। লুঠ টাকা, পয়সা, গয়না। ওই মহিলারা এমন ঘটনা ঘটানোর জন্য তাক করে বসে থাকতেন। কারও বাড়ি ফাঁকা দেখলেই সেখানে হানা।

দেগঙ্গা পুলিশের হাতে ধরা পড়ল মহিলা চোর
দেগঙ্গা পুলিশের হাতে ধরা পড়ল মহিলা চোর
দেগঙ্গা, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: খুদে শিশুদের কোলে নিয়ে বাড়িতে হানা মহিলাদের। লুঠ টাকা, পয়সা, গয়না। ওই মহিলারা এমন ঘটনা ঘটানোর জন্য তাক করে বসে থাকতেন। কারও বাড়ি ফাঁকা দেখলেই সেখানে হানা। ঠিক এই রকমই এক ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
চাঞ্চল্য ছড়ানো এমন ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। এদিন সাতসকালে মহিলাদের হানা দিয়ে চুরির ঘটনা ঘটে দেগঙ্গার এক আশা কর্মীর বাড়িতে। ফাঁকা বাড়িতে রুপোর গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দেগঙ্গা ব্লকের সোহাই কুমারপুর গ্রামের এমন ঘটনায় বাসিন্দারা অবাক হওয়ার পাশাপাশি এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যদিও চুরি করা সামগ্রী সাবাড় করতে পারেনি দুষ্কৃতীরা। পাশের গাঙাআটি গ্রামে ফের চুরি করতে গিয়ে ধরা পড়ে দুই মহিলা চোর। স্থানীয় বাসিন্দারা তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে। ধৃতদের কাছ থেকে রুপোর গয়না ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার দেগঙ্গার গাংআটি গ্রামে একটি বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে দুই বাঞ্জারা মহিলা। তাদের কোলে ছিল ছোট ছোট শিশু। স্থানীয় বাসিন্দারা তাদেরকে ধরে আটকে রাখে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসীরা জানতে পারেন পাশের সোহাই কুমারপুর গ্রামে সাবিনা বিবি নামে এক আশা কর্মীর বাড়িতে তালা ভেঙে গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
advertisement
আশা কর্মী সাবিনা বিবি এবং তার স্বামী কেউ বাড়িতে ছিলেন না। সেই সুযোগেই দুষ্কৃতীরা তালা ভেঙে বাড়িতে ঢুকে লুটপাট করে বলে অভিযোগ। চুরির এই ঘটনাটি জানাজানি হতেই ওই দুই মহিলাকে মারধর শুরু করে গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খুদে কোলে আশাকর্মীর বাড়িতে ঢুকে পড়ল ২ মহিলা, তারপর যা ঘটল! বিশ্বাস করতে পারছেন না কেউ, চাঞ্চল্য এলাকায়
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement