Duare Sarkar: রোদের মধ্যে দাঁড়িয়ে বহু মানুষ, হঠাৎ হাজির মন্ত্রী! এরপরের ঘটনা অবাক করে দিল সকলকে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Duare Sarkar: দুয়ারে সরকার শিবির পরিদর্শনে গিয়ে নিজেই আবেদনকারীদের ফর্ম পূরণ করতে ব্যস্ত রাজ্যের মন্ত্রী।
মালদহ: মালদহে দুয়ারে সরকার শিবিরের শেষদিনে শিবির পরিদর্শনে গিয়ে একাধিক আবেদনকারীর আবেদন পত্র নিজেই পূরণ করে দিলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সোমবার নিজের বিধানসভা কেন্দ্র মোথাবাড়ি এলাকার ওলিটোলা প্রাথমিক বিদ্যালয়ে ' দুয়ারে সরকার ' শিবির পরিদর্শনে যান মন্ত্রী। সেখানে কার্যত কাঠফাটা রোদের মধ্যেই হাজারেরও বেশি মানুষকে বিভিন্ন সুবিধে পাওয়ার জন্য আবেদনপত্র পূরণ ও জমা দিতে দেখেন মন্ত্রী।
শিবিরে ব্যাপক ভিড়ের কারণে নানান পরিষেবার জন্য প্রয়োজনীয় আবেদনপত্র পূরণ করতেও দীর্ঘ অপেক্ষা করতে দেখা যায় প্রচুর মানুষকে। যাঁদের মধ্যে অনেকেই মহিলা। অনেকে আবার শিশুদের সঙ্গে করেও আনেন শিবিরে। সবমিলিয়ে মন্ত্রীর চোখে পড়ে অসহায় পরিস্থিতির ছবি। পরিস্থিতি দেখে নিজেই সহায়তা কেন্দ্রে বসে পড়েন মন্ত্রী। এরপর মহিলা আবেদনকারীদের ফর্ম পূরণ করতে শুরু করেন নিজের হাতেই। সাবিনা ইয়াসমিনের এমন ভূমিকায় শিবিরে আসা অনেক সাধারণ মানুষ কার্যত অবাক হয়ে যান।
advertisement
advertisement
এদিকে শুধুমাত্র আবেদনকারীদের ফর্ম পূরণ করাই নয়, দুয়ারে সরকার শিবিরে আসা প্রচুর মানুষের সমস্যা জেনে নিয়ে শিবিরে ভারপ্রাপ্ত সরকারি কর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর জন্য উদ্যোগ নিতেও দেখা যায় মন্ত্রীকে। মন্ত্রীর এমন সক্রিয়তা দুয়ারে সরকার শিবিরে বাড়তি গতি লক্ষ্য করা যায়। এদিকে শুধু মোথাবাড়ি নয়, সোমবার দুয়ারে সরকার শিবিরের শেষ দিনে মালদহের বিভিন্ন ক্যাম্পে দেখা যায় উপচে পড়া ভিড়। কার্যত উৎসবের মেজাজে চলে আবেদন পত্র জমার কাজ।
advertisement
মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, রাজনীতির ঊর্ধ্বে দলমত নির্বিশেষে সকলের কাছে সরকারি সুযোগ-সুবিধে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই দুয়ারে সরকার শিবির। শুধু শাসক দল নয়, এর সুবিধে পাবেন সমাজের সব অংশের মানুষ। এজন্যই সাধারণ মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 10, 2023 8:28 PM IST








