Darjeeling News: উৎসবের আমেজে দার্জিলিংয়ে দুয়ারে সরকার ক্যাম্প! পরিষেবা নিতে দীর্ঘ লাইন, ভিড়
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Darjeeling News: দুয়ারে সরকার ক্যাম্পকে ঘিরে পাহাড়ের মানুষের মধ্যে দেখা গিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বৃদ্ধ ভাতা সমস্ত কাউন্টারেই লম্বা লাইন।
দার্জিলিং: কার্যত মেলায় পরিণত হল শৈলশহর দার্জিলিংয়ের দুয়ারে সরকার ক্যাম্প। ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা ওয়ার্ড স্তরে মানুষের দুয়ারে দুয়ারে পরিষেবা দিতে শুরু হয়েছে রাজ্য সরকারের বিশেষ অনুষ্ঠান দুয়ারে সরকার ক্যাম্প। সাধারণত এই ধরনের আউটরিচ ক্যাম্পের মাধ্যমে জনগণের দোরগোড়ায় রাজ্য সরকারের সুনির্দিষ্ট স্কিম পৌঁছে দেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
সমতলের পাশাপাশি রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগ দুয়ারে সরকার ক্যাম্পকে ঘিরে পাহাড়ের মানুষের মধ্যে দেখা গিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বৃদ্ধ ভাতা সমস্ত কাউন্টারেই লম্বা লাইন। পাহাড়ে দুয়ারে সরকার ক্যাম্প যেন এক উৎসবে পরিণত হয়েছে। সারা রাজ্যের পাশাপাশি দার্জিলিং পৌরসভার অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডে বিশেষ করে চা বাগান থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম্য এলাকায় চলছে এই দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্য সরকারের মোট ৩৭টি প্রকল্পর সুবিধা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতেই এই উদ্যোগ যার মধ্যে রয়েছে লক্ষীর ভাণ্ডাক, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, বয়স্ক ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষকদের জন্য সুবিধা-সহ আরও বহু প্রকল্প।
advertisement
ক্যাম্পে বিশেষভাবে সক্ষম বহু মহিলাকেও লক্ষীর ভাণ্ডার সুবিধা তুলে দেওয়া হয়। দার্জিলিং পৌর নিগমের চেয়ারম্যান দীপেন ঠাকুরী বলেন, “দার্জিলিং পৌর নিগমের মোট ৩২টি ওয়ার্ডেই এই দুয়ারে সরকার ক্যাম্প চলছে এবং এই বছর প্রচুর মানুষ পরিষেবা নিতে ছুটে আসছে এই দুয়ারে সরকার ক্যাম্পে। বিশেষ করে লক্ষীর ভাণ্ডারকে নিয়ে মহিলাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে। ঘরের দুয়ারে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে খুশি পাহাড়বাসী।”
advertisement
advertisement
সমতলের পাশাপাশি পাহাড়ে জমজমাট দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে ছুটে আসছে সাধারণ মানুষ। পাহাড়ের এই দুয়ারে সরকার ক্যাম্প রীতিমত মেলায় পরিণত হয়েছে। কনকনে ঠান্ডায় দার্জিলিং পৌরসভার অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডের দুয়ারে সরকার ক্যাম্প সাধারণ মানুষের ভিড় জমে উঠেছে।
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2025 1:39 PM IST