রাতের অন্ধকারে হাতবদলের চেষ্টা! প্ল্যান ভেস্তে দিল পুলিশ, তল্লাশি চালাতেই উদ্ধার...! গ্রেফতার ৩
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Drug Smuggling: জানা গিয়েছে, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে মাদক হাতবদল করা হচ্ছিল! সেই সময় হানা দেয় খড়িবাড়ি থানার পুলিশ। চারিদিকে ঘিরে ফেলতেই পুলিশের হাতে ধরা পড়ে যান ৩ মাদক কারবারী!
খড়িবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্রঃ অন্ধকারের সুযোগ নিয়ে মাদক ডেলিভারির চেষ্টা। ঠিক সেই সময় হানা দেয় পুলিশ। হাতেনাতে ধরা পড়েন ৩ মাদক কারবারী! সেই সঙ্গেই উদ্ধার হয় ৫ লক্ষাধিক টাকার মাদক সামগ্রী। খড়িবাড়ির পানিট্যাঙ্কির গন্ডোগোল জোতে ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে মাদক হাতবদল করা হচ্ছিল! সেই সময় হানা দেয় খড়িবাড়ি থানার পুলিশ। চারিদিকে ঘিরে ফেলতেই পুলিশের হাতে ধরা পড়ে যান ৩ মাদক কারবারী! ধৃতদের মধ্যে ২ জন পানিট্যাঙ্কির ও অন্য আরেকজন বিহারের বাসিন্দা বলে খবর।
আরও পড়ুনঃ রাতে বাজছে ব্যাঙ্কের সাইরেন! হঠাৎ কী হল? আতঙ্ক এলাকায়, ভিতরে ঢুকতেই ফাঁস আসল কারণ
জানা যাচ্ছে, রাতে গন্ডোগোল জোতে মাদক হাতবদল হবে খবর পেয়েছিল পুলিশ। সেই মতো খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশের হাতে পাকড়াও হন ৩ জন। পরে ধৃতদের তল্লাশি চালিয়ে ২১৬ গ্রাম ব্রাউন সুগার ও ১৪টি নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয় বলে খবর।
advertisement
advertisement
এই ঘটনায় গ্রেফতার হয়েছেন সাগর মহন্ত, মহম্মদ মোহিত ও রাকেশ কুমার নামে ৩ জন ব্যক্তি। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডের আবেদন করবে পুলিশ। জানা যাচ্ছে, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 16, 2025 4:00 PM IST