Jaldapara Jungle: জলদাপাড়ার জঙ্গলে হল কী...? কাতারে কাতারে পর্যটকের ভিড়, জঙ্গলে উপচে পড়া ভিড়

Last Updated:

Jaldapara Jungle: হাতে রয়েছে আর মাত্র চার দিন।তারপরে তিন মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে জঙ্গল।এরমধ্যেই লক্ষ্য করা গেল জলদাপাড়ার পর্যটন স্থলগুলিতে পর্যটকদের উপচে পড়া ভিড়। মুখে চওড়া হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের।

+
সাফারিতে

সাফারিতে ভিড়

আলিপুরদুয়ার: হাতে রয়েছে আর মাত্র চারদিন। তারপর তিন মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে জঙ্গল। এরমধ্যেই লক্ষ্য করা গেল জলদাপাড়ার পর্যটন স্থলগুলিতে পর্যটকদের উপচে পড়া ভিড়। মুখে চওড়া হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের। প্রতিবছরের ন্যায় এ বছরেও আগামী ১৬ জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে জঙ্গল।
প্রতিবছর বর্ষার সময় তিন মাস জঙ্গল বন্ধ থাকে। এই সময় পর্যটকদের জঙ্গলে প্রবেশ নিষেধ। এই তিন মাস জঙ্গল সাফারি, হাতি সাফারি সব বন্ধ থাকে। এবারে সিকিম সহ পাহাড়ে মাঝে মধ্যে ধস নামার কারণে পর্যটকদের ভিড় সেখানে কম। পর্যটকরা ভিড় জমিয়েছেন জঙ্গলে।
আরও পড়ুনঃ ‘ওর যা রাগ, আমিও সে ভয়েই…’! সোনম জেলে যেতেই বিস্ফোরক প্রেমিক রাজ! যা বলছে শুনলে মাথা ঘুরে যাবে
জঙ্গল বন্ধ হওয়ার ঠিক আগের মুহুর্তে ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের ঢল নামলো। ডুয়ার্সের জলদাপাড়া, চিলাপাতা সহ সমস্ত পর্যটন কেন্দ্রে পর্যটকদের ঢল নেমেছে। খুশি পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত সকলে। পর্যটন ব্যবসায়ীদের তরফে জানা গিয়েছে, আর হাতে গোনা কয়েকদিন বাকি জঙ্গল বন্ধ হতে। মুহূর্তে পর্যটক আসছে চিলাপাতা, জলদাপাড়ায়। পর্যটকরা জঙ্গল সাফারি, হাতি সাফারি করছে। ফাঁকা যাচ্ছে না কোনও সাফারির সময়।
advertisement
advertisement
জলদাপাড়া এলাকার পর্যটন ব্যবসায়ী জওহরলাল সাহা জানান, ” জলদাপাড়ায় এখন প্রচুর পর্যটক রয়েছে। বর্ষার সময় তিন মাস জঙ্গল বন্ধ থাকে। তবে আমরা তাদের সাহায্য করছি তথ্য দিয়ে। তারা বিকল্প বেড়াতে যাওয়ার জায়গা হিসেবে কুঞ্জনগর, দক্ষিণ খয়েরবাড়ি ঘুরতে পারবেন।”
Annanya Dey
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jaldapara Jungle: জলদাপাড়ার জঙ্গলে হল কী...? কাতারে কাতারে পর্যটকের ভিড়, জঙ্গলে উপচে পড়া ভিড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement