লোকে তাঁকে বলে ব্যাট ম্যান! জেলায় সবাই চেনে এই মানুষটিকে, তাঁর বাগান দেখার মতো

Last Updated:

Coochbehar- দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে প্রফুল্ল রায়ের বাড়ির পেছনের বাগানে বাস করছে বহু বাদুড়। আর ধীরে ধীরে এই বাদুড়ের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।

+
প্রফুল্ল

প্রফুল্ল রায় ও বাদুড়

কোচবিহার: জেলা কোচবিহারে রয়েছে রাজ আমলের কবিরাজ বাগান। আর এই বাগানকে বহু মানুষ বাদুড় বাগান নামেই চিনে থাকেন। কারণ, এই বাগানে প্রচুর ইন্ডিয়ান ফ্লাইং ফক্স প্রজাতির বাদুড় বাস করছে দীর্ঘ সময় ধরে। তবে বর্তমান সময়ে ধীরে ধীরে এই বাগানে বাদুড়ের সংখ্যা কমছে।
জেলায় একজন ব্যক্তি রয়েছেন, যাঁর বাড়ি জেলার মধুপুর এলাকায়। তাঁর বাড়িতে নিজের তৈরি করা বাগানে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে বাস করছে বহু বাদুড়। আর ধীরে ধীরে এই বাদুড়ের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।
মধুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যজ্ঞনারায়ণ কুঠি এলাকায় বসবাস প্রফুল্ল রায় ও তাঁর পরিবারের। দীর্ঘ সময় ধরে তাঁর বাড়ির পেছনের বাগানে বাস করছে বহু বাদুড়। প্রফুল্ল রায় জানান, তিনি ছোট সময় থেকে দেখতেন তাঁদের বাড়ির পেছনের বাগানে কিছু বাদুড় থাকত। তবে তিনি তখন থেকে বাদুড় দেখে ভয় পেতেন। তারপর তাঁর বাবা তাঁকে একদিন জানান পরিবেশে বাদুড়ের উপকারিতা। তখন থেকেই বাদুড় সংরক্ষণ করা শুরু করেন তিনি। তাই আজ প্রায় ৫০ বছর ধরে তিনি এইভাবেই তাঁদের বাড়ির বাগান ও বাগানে থাকা বাদুরগুলিকে সংরক্ষণ করে আসছেন।
advertisement
advertisement
আরও পড়ুন- বাংলার শিক্ষা পোর্টাল হ্যাকড্! ট্যাবের টাকা যাচ্ছে কোথায়? বড়সড় কেলেঙ্কারি
তিনি আরও জানান, বাদুড় যেভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে সেটা গুরুত্বপূর্ণ। বাদুড় ছোট পোকামাকড় থেকে শুরু করে বিভিন্ন ফল খায়। এরপর বাদুড় খাওয়া ফলের বীজ তাঁদের মলের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। ফলে প্রাকৃতিক ভাবে সেইসব জায়গায় গাছ জন্ম নেয়। তাই বাদুড় সংরক্ষণ করা অত্যন্ত প্রয়োজনীয়।
advertisement
প্রফুল্ল রায়ের নাতি দীপজয় রায় জানান, বইয়ে বাদুড় সম্পর্কে অনেক কিছু জেনেছেন তিনি। তার পর বাড়ির বাগানে তাঁর দাদু যেভাবে বাদুড় সংরক্ষণ করেছে সেই বিষয়টি তাঁর বেশ ভাল লাগে। আগামীদিনে সেও এই কাজ করবে।
আরও পড়ুন- সপ্তাহান্তেই কি মিলবে শীতের আমেজ? কতটা নামবে পারদ, জেনে নিন আবহাওয়ার আপডেট
বর্তমান সময়ে এইভাবে বাড়ির বাগনে বাদুড় সংরক্ষণ করে রাখার জন্য প্রফুল্ল রায়কে অনেকেই ব্যাট ম্যান নাম দিয়েছেন। অনেকেই তাঁকে কোচবিহারের ব্যাট ম্যান নামেই চেনে থাকেন। তবে সমাজের ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই উদ্যোগের ফলে অনেকটাই সাধুবাদ পেয়েছেন তিনি। আগামী দিনে তাঁর পরিবারের মানুষেরাও এই কাজ বজায় রাখবেন বলেই জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
লোকে তাঁকে বলে ব্যাট ম্যান! জেলায় সবাই চেনে এই মানুষটিকে, তাঁর বাগান দেখার মতো
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement