বাংলার শিক্ষা পোর্টাল হ্যাকড্! ট্যাবের টাকা যাচ্ছে কোথায়? বড়সড় কেলেঙ্কারি
- Published by:Suman Majumder
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Hacker- পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপার সায়ক দাস বলেন, জুলাই মাসেই হাসেম আলি বাংলার শিক্ষা পোর্টালে আন অথরাইজড অ্যাক্সেস করে। তার মাধ্যমেই সে পড়ুয়াদের অ্যাকাউন্ট নম্বর বদলে দেয়।
বর্ধমান: ট্যাবের টাকা হাতাল হ্যাকার! রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ একটি পোর্টাল হ্যাক করে পূর্ব বর্ধমানের পড়ুয়াদের টাকা লোপাট করে দিয়েছে এক যুবক। ট্যাবের টাকা গায়েবের ঘটনার তদন্তে নেমে এই চাঞ্চল্যকর তথ্য পেল বর্ধমান সাইবার থানার পুলিশ।
পড়ুয়াদের ট্যাবের টাকা হাতানোর ঘটনায় মালদহ থেকে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে রবিবার রাতেই বর্ধমানে নিয়ে আসা হয়। সোমবার তাকে বর্ধমান আদালতে তোলা হয়েছে। পুলিশ আদালতের কাছে সাতদিন নিজেদের হেফাজতে চেয়েছে।
আরও পড়ুন- জেলায় জেলায় কুয়াশা! মঙ্গল-বুধ থেকে তাপমাত্রা পতন শুরু? পৌষে শীতের বড় খেলা
রাজ্য সরকারের বাংলার শিক্ষা নামের একটি পোর্টাল হ্যাক করে একাদশ দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে তদন্তে জানতে পেরেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। এই ব্যাপারে নিশ্চিত হওয়ার পর ট্যাবের টাকা হাতানোর ঘটনায় হাসেম আলি নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
advertisement
সে মালদহ জেলার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের খুদিটোলা এলাকার বাসিন্দা। গতকাল বর্ধমান পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। ওই যুবকের একটি সাইবার ক্যাফে রয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ট্যাব কেলেঙ্কারিতে তার সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।
পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপার সায়ক দাস বলেন, জুলাই মাসেই হাসেম আলি বাংলার শিক্ষা পোর্টালে আন অথরাইজড অ্যাক্সেস করে। তার মাধ্যমেই সে পড়ুয়াদের অ্যাকাউন্ট নম্বর বদলে দেয়। তদন্তে দেখা যায়, দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কয়েকটি অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে।
advertisement
আরও পড়ুন- ডিসেম্বর থেকে পিল পিল করে দিঘায় ছুটবেন পর্যটক, ২-৩ দিনে ঘুরে আসা আর হবে না! কেন?
আপাতত সেইসব অ্যাকাউন্টের টাকা তোলা বন্ধ করে দেওয়া হয়। এর পর তদন্তে হাসেম আলি নামে এই অভিযুক্তের হদিশ মেলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক পাশ করার পরই কম্পিউটার এঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে। সে একটি সাইবার ক্যাফে চালাচ্ছিল। সেখান থেকেই সে বাংলার শিক্ষা পোর্টাল হ্যাক করে বলে মনে করছে পুলিশ। তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। নিজেদের হেফাজতে নিয়ে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 12, 2024 2:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাংলার শিক্ষা পোর্টাল হ্যাকড্! ট্যাবের টাকা যাচ্ছে কোথায়? বড়সড় কেলেঙ্কারি