হোম /খবর /উত্তরবঙ্গ /
বিপদের মোকাবিলা কীভাবে করবেন? ট্রেনিং হল রায়গঞ্জে

Uttar Dinajpur News: বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ রায়গঞ্জে

ভূমিকম্প, খরা, বন্যা, ধস সহ নানান প্রাকৃতিক বিপর্যয় ঘটলে কোন পথে নিজেকে সুরক্ষিত রেখে উদ্ধারকাজ করা উচিৎ সে বিষয়ে অবগত করা হয় সকলকে। পাশাপাশি হৃদরোগ, জলে ডোবা, আগুনে পোড়া, রক্তপাত, হাড়ের সমস্যা শারীরিক এই সব সমস্যাতেও প্রাথমিকভাবে কী করে সুরক্ষা প্রদান করা যায় তা নিয়েও সচেতন করা হয়।

আরও পড়ুন...
  • Share this:

উত্তর দিনাজপুর: বিপর্যয় যেকোনও মুহূর্তে নেমে আসে। তাই বিপর্যয় মোকাবিলার জন্য সর্বসময় প্রস্তুত থাকাটা দরকার। কিন্তু বিপর্যয় মোকাবিলা তো মুখের কথা নয়। এর কলাকৌশল জানা জরুরি। আর তাই বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ শিবির আয়োজন করল জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগ।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে চলে এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ, এনডিআরএফ-র আধিকারিক মহঃ শামিম আখতার সহ অন্যান্যরা। এই কর্মশালা ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় সাধারন মানুষের মধ্যে।

আরও পড়ুন: করোনায় বন্ধ হয়েছিল, ৩ বছর পর আবার খুলল মহদিপুর স্থলবন্দর

এনডিআরএফ আধিকারিক মহঃ শামিম আখতার বলেন, ভূমিকম্প, খরা, বন্যা, ধস সহ নানান প্রাকৃতিক বিপর্যয় ঘটলে কোন পথে নিজেকে সুরক্ষিত রেখে উদ্ধারকাজ করা উচিৎ সে বিষয়ে অবগত করা হয় সকলকে। পাশাপাশি হৃদরোগ, জলে ডোবা, আগুনে পোড়া, রক্তপাত, হাড়ের সমস্যা শারীরিক এই সব সমস্যাতেও প্রাথমিকভাবে কী করে সুরক্ষা প্রদান করা যায় তা নিয়েও সচেতন করা হয়।

রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ জানান, রায়গঞ্জ ব্লককে স্বয়ংক্রিয় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যার জন্য আপদা মিত্র টিম তৈরি করা হয়েছে। যেকোন‌ও বিপর্যয়কালে তারা ঝাঁপিয়ে পরবে। বিশেষত রায়গঞ্জ ব্লক বন্যা প্রবণ। ২০১৭ সালে যা ভয়াবহ রুপ নিয়েছিল। সেক্ষেত্রে বন্যাকালীন উদ্ধারকার্যের প্রক্রিয়ার বিষয়ে বেশি জোড় দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় নানা সরঞ্জামের ব্যবস্থাও করেছে পঞ্চায়েত সমিতি।

মৃন্ময় বসাক

Published by:kaustav bhowmick
First published:

Tags: Disaster management, Raiganj