Uttar Dinajpur News: বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ রায়গঞ্জে

Last Updated:

ভূমিকম্প, খরা, বন্যা, ধস সহ নানান প্রাকৃতিক বিপর্যয় ঘটলে কোন পথে নিজেকে সুরক্ষিত রেখে উদ্ধারকাজ করা উচিৎ সে বিষয়ে অবগত করা হয় সকলকে। পাশাপাশি হৃদরোগ, জলে ডোবা, আগুনে পোড়া, রক্তপাত, হাড়ের সমস্যা শারীরিক এই সব সমস্যাতেও প্রাথমিকভাবে কী করে সুরক্ষা প্রদান করা যায় তা নিয়েও সচেতন করা হয়।

উত্তর দিনাজপুর: বিপর্যয় যেকোনও মুহূর্তে নেমে আসে। তাই বিপর্যয় মোকাবিলার জন্য সর্বসময় প্রস্তুত থাকাটা দরকার। কিন্তু বিপর্যয় মোকাবিলা তো মুখের কথা নয়। এর কলাকৌশল জানা জরুরি। আর তাই বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ শিবির আয়োজন করল জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগ।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে চলে এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ, এনডিআরএফ-র আধিকারিক মহঃ শামিম আখতার সহ অন্যান্যরা। এই কর্মশালা ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় সাধারন মানুষের মধ্যে।
advertisement
advertisement
এনডিআরএফ আধিকারিক মহঃ শামিম আখতার বলেন, ভূমিকম্প, খরা, বন্যা, ধস সহ নানান প্রাকৃতিক বিপর্যয় ঘটলে কোন পথে নিজেকে সুরক্ষিত রেখে উদ্ধারকাজ করা উচিৎ সে বিষয়ে অবগত করা হয় সকলকে। পাশাপাশি হৃদরোগ, জলে ডোবা, আগুনে পোড়া, রক্তপাত, হাড়ের সমস্যা শারীরিক এই সব সমস্যাতেও প্রাথমিকভাবে কী করে সুরক্ষা প্রদান করা যায় তা নিয়েও সচেতন করা হয়।
advertisement
রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ জানান, রায়গঞ্জ ব্লককে স্বয়ংক্রিয় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যার জন্য আপদা মিত্র টিম তৈরি করা হয়েছে। যেকোন‌ও বিপর্যয়কালে তারা ঝাঁপিয়ে পরবে। বিশেষত রায়গঞ্জ ব্লক বন্যা প্রবণ। ২০১৭ সালে যা ভয়াবহ রুপ নিয়েছিল। সেক্ষেত্রে বন্যাকালীন উদ্ধারকার্যের প্রক্রিয়ার বিষয়ে বেশি জোড় দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় নানা সরঞ্জামের ব্যবস্থাও করেছে পঞ্চায়েত সমিতি।
advertisement
মৃন্ময় বসাক
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Uttar Dinajpur News: বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ রায়গঞ্জে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement