Darjeeling News: ইচ্ছেটাই আসল কথা! দার্জিলিঙয়ের এই যুবক-যুবতীদের কাজের কথা শুনলে আপনিও তারিফ করবেন

Last Updated:

ইচ্ছেটাই আসল কথা! প্রমাণ করলেন দার্জিলিঙয়ের এই সকল বিশেষভাবে সক্ষম যুবক-যুবতীরা

+
দার্জিলিংয়ে

দার্জিলিংয়ে বিশেষভাবে সক্ষম যুবক-যুবতীদের হাতের কাজ

দার্জিলিং: কথায় আছে ইচ্ছা থাকলেই উপায় হয়। এই কথা আবারও প্রমাণ করে দিল শহর দার্জিলিংয়ের বিশেষভাবে সক্ষম মানুষেরা। তাদের হাতের তৈরি নানা জিনিস সাড়া ফেলছে পাহাড়ের বিভিন্ন বাজারে থেকে শুরু করে পর্যটকদের মনে। বর্তমান যুগে কানে শুনতে না পেয়ে মুখ দিয়ে কথা বলতে না পেরেও সাধারণ মানুষের মতই জীবন কাটাচ্ছেন তারা। তাদের ইশারা বুঝতে কারোরই অসুবিধা হয় না, তাদের হাতের কাজ আবারও প্রমাণ করে দিল ইচ্ছে থাকলেই জীবনের ঘুরে দাঁড়ানো যায় কোন কিছুই অসম্ভব নয়।
তাদের মনের ইচ্ছে আর তাদের মনের জোরে দিনের পর দিন হাতের কাজে নতুন নতুন জিনিস ফুটিয়ে নজর কাড়ছে তারা। কখনও জামার উপর তাদের হাতের কাজ, কখনও উলের তৈরি গোলাপ থেকে শুরু করে নানা ধরনের ফুল, আবার কখনও বিভিন্ন রংবেরঙের চাবির রিং, এছাড়াও ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন জিনিস তৈরি করে সকলের মনে সাড়া ফেলেছে তারা। দার্জিলিং ঘুরতে এসে তাদের হাতে তৈরি জিনিসে একবার হলেও চোখ পড়বে সকলের। রংবেরঙের সমস্ত জিনিস যেন বাজারের বাকি সব জিনিসের থেকে একটু আলাদা, এ যেন এক নতুনত্বের ছোঁয়া।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে তাদের প্রশিক্ষক রাখি রাই বলেন, “২০১৯ সালে দার্জিলিংয়ে বিশেষভাবে সক্ষমদের জন্য এই অ্যাসোসিয়েশনটি তৈরি হয়। প্রথম থেকেই তারা হস্তশিল্পের উপর কাজ করে আসছে এবং দার্জিলিংয়ের প্রত্যেকটি উৎসবে প্রত্যেকটি ফেস্টে তাদের স্টল সাড়া ফেলে সকলের মনে। বিশেষভাবে সক্ষম হয়েও তারা পিছিয়ে থাকেনি, আর পাঁচটা মানুষের মতো নিজের মনকে শক্ত করে সামনে এসে দাঁড়িয়েছে এবং নিজেদের হাতের কাজে সারা ফেলেছে সকলের মনে।”
advertisement
জীবনে কোন কিছুই অসম্ভব নয় শুধু মনের ইচ্ছা থাকাটা প্রয়োজন সেই কথা আবারও প্রমাণ করে দিল দার্জিলিংয়ের ডেফ অ্যাসোসিয়েশনের অধীনে থাকা বিশেষভাবে সক্ষম যুবক-যুবতীরা। তাদের হাতের তৈরি বিভিন্ন জিনিসে তারা নতুনত্ব কিছু ফুটিয়ে তুলে, এই কাজেই তারা খুশি।
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: ইচ্ছেটাই আসল কথা! দার্জিলিঙয়ের এই যুবক-যুবতীদের কাজের কথা শুনলে আপনিও তারিফ করবেন
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement