South Dinajpur News: পড়াশুনার পাশাপাশি জাতীয় স্তরে ১১ টি পদক বালুরঘাটের এই স্কুলের
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
শুধুমাত্র পড়াশুনাই নয়, পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলাতে আগ্রহ জাগিয়ে তুলতে বালুরঘাটের ডি.এ.ভি স্কুল বিশেষ উদ্যোগ গ্রহণ করল।
দক্ষিণ দিনাজপুর: শুধুমাত্র পড়াশুনাই নয়, পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলাতে আগ্রহ জাগিয়ে তুলতে বালুরঘাটের ডি.এ.ভি স্কুল বিশেষ উদ্যোগ গ্রহণ করল। উত্তরবঙ্গের একমাত্র ডি.এ.ভি গ্রুপের স্কুল বালুরঘাটের আত্রেয়ী ডি.এ.ভি। প্রতিবছর এই স্কুল থেকে প্রচুর ছাত্র ছাত্রী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে জাতীয় স্তরে খেলতে যায়।
এই বছরও স্কুল থেকে প্রচুর ছাত্র-ছাত্রী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করতে দিল্লিতে গিয়েছিল। যেখানে বিভিন্ন রাজ্যের ডি.এ.ভি স্কুল থেকে অংশগ্রহণ করে। যাদের মধ্যে বালুরঘাটের ডি.এ.ভির ১১ জন ছাত্র-ছাত্রী পুরস্কৃত হয়েছে। বিষয়টি জানাজানি হতেই খুশির আবহ স্কুলে।
advertisement
advertisement
স্কুলের অধ্যক্ষ সন্দীপ সরকার জানান, “বেসরকারি ইংলিশ মিডিয়ামের এই স্কুলের ছাত্র-ছাত্রীরা শুধু পড়াশোনা নয়, খেলাধুলাতেও সমান পারদর্শী। এমনকি এই সমস্ত ছাত্র ছাত্রীদের দেখে স্কুলের অন্যান্য ছাত্র ছাত্রীরাও যাতে এই সমস্ত প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারে তার জন্য স্কুল কর্তৃপক্ষ যথাযভাবে সাহায্য করবে। তবে শুধু ছাত্ররাই নয়, ছাত্রীরাও সমানভাবে এগিয়ে রয়েছে বিভিন্ন প্রতিযোগিতায়।”
advertisement
জানা গেছে, জাতীয় স্তরের এই প্রতিযোগিতার মধ্যে সাঁতার প্রতিযোগিতায় স্কুলের হাতে এসেছে আট টি পুরস্কার। সোহন রাহা, পূর্বায়ন ঘোষ এবং পূর্বাচল ঘোষ আন্ডার নাইন সাঁতার প্রতিযোগিতায় একাধিক পুরস্কার জিতেছে। সাঁতার, দাবা, তাইকোন্ডো-সহ একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা পদক পেয়েছে। এদিন স্কুলের খেলার মাঠেই বিশেষ অ্যাসেম্বলি করে এই সমস্ত বিজয়ী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেয় স্কুল কর্তৃপক্ষ।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 12, 2024 11:04 PM IST