দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি, জন্ম নিল দুই স্নো লেপার্ড শাবক
Last Updated:
দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কে নতুন দুই অতিথি।
#দার্জিলিং: দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কে নতুন দুই অতিথি। দু’টি স্নো লেপার্ডের জন্ম দিল জিমা ও নামখা। তোপগে ধারা প্রজনন কেন্দ্রে চৌঠা মার্চ জন্ম নিয়েছে শাবকদুটি। আপাতত প্রজনন কেন্দ্রের বাইরে বের করা হবে না দুই স্নো লেপার্ড শাবককে। এই নিয়ে দার্জিলিং চিড়িয়াখানায় স্নো লেপার্ডের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩-এ।
চেহারা এখন ছোটখাটো। তবে মেজাজটাই যে আসল রাজা। আর এই মেজাজেই এখন জমজমাট দার্জিলিং চিড়িয়াখানা। জন্ম নিয়েছে দুই স্নো লেপার্ড শাবক। বাবা নামখা ও মা জিমার সঙ্গে দিব্যি খোশমেজাজে কাটাচ্ছে দুই অতিথি।
- ২০১৪ সালে পোল্যান্ড থেকে আনা হয় স্ত্রী লেপার্ড জিমাকে
advertisement
- ২০১৬ সালে ফ্রান্সের মালহাউজ চিড়িয়াখানা থেকে আনা হয় পুরুষ স্নো লেপার্ড নামখাকে
advertisement
- তখন নামখার বয়স ছিল দু’বছর
- দার্জিলিং থেকে ১৯ কিলোমিটার দূরে টোপগে ধারা প্রজনন কেন্দ্রে রাখা হয় ২ স্নো লেপার্ডকে

নামখা-র সঙ্গে অন্য স্নো লেপার্ডের প্রজনন ঘটানোর চেষ্টা করলেও সফল হয়নি। জিমার সঙ্গে প্রজনন সম্ভব হওয়ার পর চৌঠা মার্চ দুই স্নো লেপার্ড শাবকের জন্ম হয়। মা ও শাবক এখন সুস্থ থাকলেও জনসমক্ষে এখনই আনা হবে না। এই নিয়ে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কে স্নো লেপার্ডের সংখ্যা দাঁড়াল তেরো।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 08, 2018 2:27 PM IST