Darjeeling-Gangtok Tour: দুর্দান্ত প্যাকেজ! ব্যাগ গুছিয়ে নিন, বসন্তে বেরিয়ে আসুন দার্জিলিং-গ্যাংটকে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Darjeeling-Gangtok Tour: প্যাকেজে ২০ হাজার টাকা খরচ করলেই নিয়ে যাবে IRCTC ৷
আবীর ঘোষাল, কলকাতা: বসন্তে দার্জিলিং-গ্যাংটক। হোলি স্পেশালে ফের নতুন জায়গায় বেড়ানোর সুলুক সন্ধান করে দিল IRCTC ৷ তাদের সামার হোলি প্যাকেজে এবার নিয়ে যাওয়া হচ্ছে দার্জিলিং ও গ্যাংটক। ৫ রাত ও ৬ দিনের দার্জিলিং সফর। যা শুরু হবে আগামী ২০ তারিখ থেকে। ঘুরে দেখা যাবে দার্জিলিং,মংপু ও মিরিক। কনফার্ম ৩ এসির টিকিটে যাতায়াত করার সুযোগ মিলবে। খাবার, ঘুরে দেখা সব মিলিয়ে খরচ পড়বে ২০ হাজার ৭৬০ টাকা (Darjeeling-Gangtok Tour)।
অন্যদিকে গ্যাংটক যাত্রাও ট্রেনে চেপে এনজেপি পর্যন্ত। তার পরে গ্যাংটক, নামচি, চারধাম ঘুরে দেখার সুযোগ। ৫ রাত ও ৬ দিনের এই ট্যুরে ধরা আছে সব কিছুই। খরচ পড়বে ২০ হাজার ৭৫০ টাকা। বুকিং করা যাচ্ছে 9163340157 অথবা 9002040108 নম্বরে। হোলি উপলক্ষ্যে স্পেশাল প্যাকেজ চালু করল ভারতীয় রেলের সংস্থা IRCTC, ডুয়ার্স, কেরল, গুজরাত ও নেপালের জন্যে এই স্পেশাল ট্যুর প্যাকেজ চালু করা হচ্ছে।
advertisement
advertisement
গত ১৫ তারিখ থেকে আগামী ২৭ তারিখ পর্যন্ত চলবে এই স্পেশাল ট্যুর প্যাকেজ। ডুয়ার্সের প্যাকেজ চার রাত, পাঁচ দিনের। লাটাগুড়ি, গরুমারা, সামসিং, সুলতানিখোলা, মেধলা, খুনিয়া, ঝালং, বিন্দু ও মূর্তি দেখানো হবে। ১৮ মার্চ শুরু হবে এই বিশেষ যাত্রা। খরচ পড়বে ২৩ হাজার ৮৫০ টাকা।প্যাকেজে থাকছে কেরল। সাত রাত, আট দিনের এই স্পেশাল প্যাকেজ। কোচি, মুন্নার, আলেপ্পি, ত্রিবান্দ্রম ঘুরিয়ে দেখানো হবে এই প্যাকেজে। ২৫ মার্চ যাত্রা শুরু। খরচ পড়বে ৩৮ হাজার ৯২৫ টাকা। বিশেষ প্যাকেজে যুক্ত হবে গুজরাত। গত ১৫ মার্চ এই যাত্রা শুরু।
advertisement
ছয় দিন, সাত রাতের এই বিশেষ প্যাকেজ ৷ ঘুরিয়ে দেখানো হবে, আহমেদাবাদ, স্ট্যাচু অফ ইউনিটি, গির, দ্বারকা, সোমনাথ, নাগেশ্বর, রাজকোট। খরচ পড়বে ৩০ হাজার ৭৫ টাকা। হোলি স্পেশাল প্যাকেজে থাকছে নেপাল। আগামী ২৭ মার্চ নেপাল যাত্রা শুরু হবে। সাত রাত, আট দিনের এই ট্যুর হতে চলেছে। কাঠমান্ডু, পোখরান, চিতওয়ান থাকছে এই প্যাকেজে। এই প্যাকেজে খরচ হবে ২৮ হাজার ২৪৫ টাকা।IRCTC সূত্রে খবর, 9002040020 ও 9002040126 নম্বরে বুকিং করা যাবে এই হোলি স্পেশাল প্যাকেজ।
advertisement
এ ছাড়া IRCTC ওয়েবসাইট থেকেও বুক করা যাবে। আধিকারিকদের বক্তব্য, ডুয়ার্সের একাধিক জায়গায় বহু পর্যটক যাতায়াত করছেন। এখন চাহিদা আরও অনেক বেড়েছে। তাই ডুয়ার্স এই রাজ্যে বাছাই করা হয়েছে। কেরালা, গুজরাতেও এখন চাহিদা বেড়েছে। বিভিন্ন শ্রেণির মানুষ যাতায়াত করেন। তাই তাদের সুবিধার কথা ভেবেই এই প্যাকেজ করা হয়েছে। প্রতি ক্ষেত্রেই অর্থনৈতিক অবস্থা দেখেই হোলি স্পেশাল চালানো হচ্ছে বলে IRCTC সূত্রে খবর৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 18, 2022 9:06 AM IST