Durga Puja 2025 : দুর্গাপুজো মিস হবে না! পাহাড়ে ঘুরতে গিয়ে হবে দেবী দর্শন, বোনাসে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ

Last Updated:

Darjeeling Durga Puja : মিস হবে না দুর্গাপুজো, আবার পাহাড়ে ঘোরাও হবে। কপাল ভাল থাকলে মিলবে কাঞ্চনজঙ্ঘার দর্শনও। কোথায় যেতে হবে জেনে রাখুন।

+
পাহাড়ে

পাহাড়ে পুজোর আয়োজন!

দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : সমতলের পাশাপাশি এবার পাহাড়েও পুজোর আমেজ ছড়িয়ে পড়েছে। সাজতে শুরু করেছে দার্জিলিংয়ের চৌরাস্তা। আট বছর ধরে এখানে পুজোর আয়োজন করে আসছে চৌরাস্তা দুর্গাপুজো কমিটি এন্ড চ্যারিটেবল ট্রাস্ট। বাঙালি–অবাঙালি মিলিয়ে এই পুজো পাহাড়ে তৈরি করেছে বিশেষ পরিচিতি।
ম্যাল রোডের একেবারে কাছেই হয় এই দুর্গাপুজো। দেশি–বিদেশি পর্যটকদের কাছে চৌরাস্তা বরাবরই জনপ্রিয় ভ্রমণস্থল। তাই পুজোর সময় স্বাভাবিকভাবেই এখানে বাড়ে দর্শনার্থীর ভিড়। হাতে গোনা কয়েকটি দুর্গাপুজোর মধ্যে এই আয়োজন আট বছরের মধ্যে পাহাড়ে বিশেষ নজর কেড়েছে।
আরও পড়ুন : পুজোর আগে কলেজেই পাবেন ‘স্পেশাল কালেকশন’! ছাত্রীদের হাতের কাজ দেখে লোভ লাগবে
পুজো কমিটির সদস্য রবি ছেত্রী জানিয়েছেন, ২১ সেপ্টেম্বর মালা ও ২২ সেপ্টেম্বর ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হবে পুজো। ২২ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলবে পুজো এবং ২ অক্টোবর প্রথা মেনে হবে বিসর্জন। প্রতিদিন সন্ধ্যা সাতটায় হয় বিশেষ আরতি, যেখানে ভিড় জমায় বাঙালি–অবাঙালি বহু মানুষ। ভোগ ও ভাণ্ডারার আয়োজনও থাকে প্রতিদিনই।
advertisement
advertisement
আরও পড়ুন : নিরঞ্জন থেকে ফিরিয়ে আনা হয়েছিল প্রতিমা! ৯০ বছর ধরে একই প্রতিমায় পুজো হয় উমার! দেখতে যাবেন নাকি?
এবারের পুজোতে বিশেষ থিম আনার পরিকল্পনা রয়েছে। তবে পুজো কমিটির সাধারণ সম্পাদক সুমন লাকান্ডারি জানিয়েছেন, থিম এখনই প্রকাশ করা হবে না। দর্শনার্থীদের জন্য পুজোর দিনেই রাখা হয়েছে চমক। পাশাপাশি আলোকসজ্জার জমকালো আয়োজনেও নজর কাড়তে চলেছে এই পুজো।
advertisement
আরও পড়ুন : ডলবি ডিজিটালের যুগেও হারিয়ে যায়নি সেই আওয়াজ! বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আর রেডিওর জুটি আজও অটুট
প্রথম থেকেই এখানে নয় দিন ধরে দেবীর পুজো করা হয়। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। মূলত পর্যটকদের আকর্ষণ বাড়াতে আনা হয়েছে নানান ছোট ছোট সাংস্কৃতিক কর্মসূচি, যা পাহাড়ি পুজোর আবহকে আরও উজ্জ্বল করে তুলছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দার্জিলিংয়ের চৌরাস্তা দুর্গাপুজো পাহাড়ে শারদীয়ার আনন্দের এক বিশেষ মাত্রা যোগ করেছে। সমতলের সঙ্গে তাল মিলিয়ে পাহাড়েও এবার পুজোর আবহ ছড়িয়ে পড়েছে, যেখানে বাঙালি–অবাঙালি মিলিয়ে পর্যটকরা উপভোগ করছেন উৎসবের রঙ। আট বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজন করা এই পুজো শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার সঙ্গে সীমাবদ্ধ নয়, বরং সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা ও বিশেষ থিমের মাধ্যমে পর্যটকদের জন্য হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্র।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2025 : দুর্গাপুজো মিস হবে না! পাহাড়ে ঘুরতে গিয়ে হবে দেবী দর্শন, বোনাসে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement