Darjeeling | Anit Thapa: ২ ঘণ্টার পথ ৬ ঘণ্টা! পাহাড়ে 'যানজট' ভোগান্তি মেটাতে বিশেষ পরিকল্পনা অনীত থাপার! যা হতে চলেছে...

Last Updated:

Darjeeling | Anit Thapa: পার্কিং সমস্যা মিটলেই কমবে যানজট। সমতল থেকে পাহাড় যাত্রা পথে কমবে সময়। 

যানজটে জেরবার দার্জিলিং
যানজটে জেরবার দার্জিলিং
পর্যটন অর্থনীতি নির্ভর পাহাড়ে যানজট ঠেকাতে তাই সুপরিকল্পিত ব্যবস্থা নিতে চান অনীত থাপা৷ সাধারণ বাসিন্দা থেকে পর্যটক নাকাল হতে হয় সকলকেই। একাধিক রাস্তায় একমুখী যান চলাচলের ব্যবস্থা করা হলেও সমস্যা সেই তিমিরেই। সুফল মেলেনি। ক্রমেই বাড়ছে যানজট। ম্যালের আশপাশে গাড়ি বা বাইক পার্কিং বন্ধ করায় কিছুটা স্বস্তি মিলেছে। ট্র‍্যাফিক পুলিশ প্রতিনিয়ত বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে পথে নামছে। জরিমানা করছে। কিন্তু যেখানে সেখানে বাইক বা গাড়ি রাখার অভ্যাস ছাড়েনি বাসিন্দারা।
advertisement
advertisement
GTA দায়িত্ব নেওয়ার পরে অনীত থাপা (Anit Thapa) জানিয়েছেন, দার্জিলিংয়ে পার্কিং সমস্যা দীর্ঘদিনের। দিন দিন তা বাড়ছে। পর্যটন নির্ভর পাহাড়ে দিন দিন বাড়ছে এই সমস্যা। পর্যটকদের ঢল নামে সারাবছর। নিত্য যানজটে সমস্যা হয়৷ ভোগান্তি বাড়ে পর্যটকদের (Darjeeling News)। পর্যটনের মরশুমে শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছতে ইদানিং ৫ থেকে ৬ ঘন্টা সময় লেগে যাচ্ছে। যা আড়াই থেকে তিন ঘন্টায় হয়ে যাওয়ার কথা। তাই পরিকল্পনা করা হচ্ছে অন দ্য ওয়ে পার্কিংয়ের৷
advertisement
আশপাশের গ্রামীন এলাকা থেকে জেলা শহরে কাজে এলে দূর্ভোগ পোহাতে হয় পাহাড়ের বাসিন্দাদের। সমস্যা কাটাতে কিছু পরিকল্পনা নিয়েছে ট্র‍্যাফিক পুলিশ। ট্র‍্যাফিক পুকিশের ওসি দোরজে শেরপা জানান, মোটর স্ট্যাণ্ডে ৫০টি বাইক এবং স্টেশনে ৩৫টি বাইক পার্কিংয়ের বন্দোবস্ত করা হয়েছে। তবুও যথেষ্ট নয় বলে দাবি স্থানীয়দের। মোটর স্ট্যাণ্ডে বিকেল সাড়ে চারটের পর আর বাইক পার্কিং করা যাবে না। চার চাকার গাড়ি পার্কিংয়ের জন্যে আলাদা জায়গা খুঁজছে ট্র‍্যাফিক পুলিশ (Darjeeling | Anit Thapa)।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling | Anit Thapa: ২ ঘণ্টার পথ ৬ ঘণ্টা! পাহাড়ে 'যানজট' ভোগান্তি মেটাতে বিশেষ পরিকল্পনা অনীত থাপার! যা হতে চলেছে...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement