West Bengal Covid Update: ছাড়াল ৩০০০-এর গণ্ডি! রাজ্যে ভয় বাড়াচ্ছে করোনার দৈনিক সংক্রমণ! বাড়ছে মৃত্যুও
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Covid Update: রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী দেখা যায়, দৈনিক কোভিড (COVID-19) সংক্রমণের নিরিখে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ৭৩২ জনের শরীরে বাসা বেঁধেছে ভাইরাস (Coronavirus)। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা।
#কলকাতা : লাগাতার ফের বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গোটা দেশের মতোই রাজ্যেও ক্রমশ বাড়তে থাকা কোভিড-গ্রাফ চিন্তা বাড়াচ্ছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী শেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যান বলছে একদিনে রাজ্যে নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন ৩০২৯ জন। এই মরশুমে এই প্রথম আক্রান্তের সংখ্যা পেরল তিন হাজারের গণ্ডি। অন্যদিকে কোভিডে মৃত্যু হয়েছে ৫ জনের (West Bengal Covid Update)।
ভয় বাড়াচ্ছে করোনার পজিটিভিটি রেট। দিনের রিপোর্ট অনুযায়ী সংক্রমণের হার ১৮.৯৫ শতাংশ। বুধবারও এই হার ছিল ১৮.৫৯। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬৬৪ জন। শতকরা হিসেবে যা ৯৭.৫৭ শতাংশ (West Bengal Covid Update)।
advertisement
advertisement
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী দেখা যায়, দৈনিক কোভিড (COVID-19) সংক্রমণের নিরিখে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ৭৩২ জনের শরীরে বাসা বেঁধেছে ভাইরাস (Coronavirus)। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। তিলোত্তমায় এদিন করোনা আক্রান্ত হয়েছেন ৫৭৪ জন। এই সংখ্যা যদিও বুধবারের তুলনায় কম।
অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ২০৮ জন। শতাধিক সংক্রমণের তালিকায় জায়গা করে নিয়েছে বীরভূম, হুগলি, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান, মালদহে। রাজ্যে মোট অ্যাকটিভ করোনা (West Bengal Covid Update) রোগীর সংখ্যা ২৮,৮৫৬। একদিনে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৫,৯৮১ টি। যার মধ্যে ১৫.৯৮ শতাংশ পজিটিভ।
advertisement
সচেতনতা বাড়াতে কোমর বাঁধছে প্রশাসনও। করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে টিকাকরণে (Corona vaccination) বাড়তি জোর দেওয়া হচ্ছে। পরিসংখ্যান বলছে, একদিনে ১,২৩,০৯৮ ডোজ পেয়েছেন রাজ্যবাসী (Coronavirus)।
ইতিমধ্যেই ১৮ বছরের বেশি নাগরিকদের বিনামূল্যে বুস্টার ডোজ (Covid-19 Booster Dose) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আজ শুক্রবার থেকেই তা চালু হয়ে যাবে। সেইমতো দেশের বিভিন্ন জায়গায় টিকাকেন্দ্রগুলিতে প্রস্তুতি শুরু হয়েছে। কলকাতা পুরসভাতেও প্রস্তুতি চলছে। প্রশাসনিক স্তরে জানা গিয়েছে বুস্টার ডোজ মিলবে পুরসভার অন্তত ১০০ টি কেন্দ্র থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 15, 2022 8:38 AM IST