Darjeeling Accident : ভয়ঙ্কর দুর্ঘটনা, মিরিক থেকে ফেরার পথে খাদে পড়ল গাড়ি! মৃত্যু তিনজনের, উদ্ধার হওয়া শিশুর চোখ খুঁজছে মাকে
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Darjeeling Accident : মিরিক থেকে কাকরভিটা যাওয়ার পথে নৌল ডাঁড়ার কাছে বুধবার একটি ভয়াবহ পথ দুর্ঘটনা। এতে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে, এবং অনেকেই আহত হয়েছেন।
মিরিক, ঋত্বিক ভট্টাচার্য : মিরিক থেকে কাকরভিটা যাওয়ার পথে নৌল ডাঁড়ার কাছে বুধবার একটি ভয়াবহ পথ দুর্ঘটনা। এতে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে, এবং অনেকেই আহত হয়েছেন। যাদের ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার সময় গাড়ির মধ্যে একটি শিশুও ছিল, যাকে স্থানীয় গ্রামবাসীরা উদ্ধার করে নিজেদের কাছে আশ্রয় দিয়েছেন। তবে শিশুটির মা এখনও নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে। দুর্ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় উদ্ধার কাজ শুরু হতে কিছুটা সময় লেগে যায়। পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। মৃতদের নাম পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
আরও পড়ুন : কালী পুজোয় রাস্তায় বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, পিষে দিল বাস! আর দেওয়া হল না মাধ্যমিক পরীক্ষা, মৃত্যু ছাত্রীর
advertisement
advertisement
দুর্ঘটনাটি ঘটে মিরিক থেকে কাকরভিটা যাওয়ার প্রধান সড়কে। যেই সড়ক সম্প্রতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ দুধিয়া সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় মিরিক থেকে শিলিগুড়ি পর্যন্ত গাড়ি চলাচলের জন্য এটি বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
স্থানীয় প্রশাসন দুর্ঘটনার পর সতর্কবার্তা জারি করেছে। তারা রাস্তার নিরাপত্তা ও জরুরি ব্যবস্থার আরও উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে। গাড়ির গতিবেগ, রাস্তার পরিস্থিতি এবং চালকের অবস্থার পাশাপাশি নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। গ্রামবাসীরা এখন শিশুটির নিখোঁজ মায়ের সন্ধানে সহযোগিতা করছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
October 22, 2025 5:52 PM IST