Pathological Lab: পুরসভাতেই চালু প্যাথলজিক্যাল ল্যাব, অর্ধেক খরচে যাবতীয় পরীক্ষার সুযোগ
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Pathological Lab: প্রাথমিক পর্যায়ে সব পুর নাগরিকই অর্ধেক খরচে এই প্যাথলজিক্যাল ল্যাবে টেস্ট করাতে পারবেন। প্রতি পরীক্ষার উপর ভর্তুকি দেওয়া হবে পুরসভার পক্ষ থেকে
উত্তর দিনাজপুর: ডালখোলা পুরসভার উদ্যোগে অবশেষে চালু হল প্যাথলজিক্যাল ল্যাব। এদিন এই প্যাথলজিক্যাল ল্যাবের উদ্বোধন করেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। লখোলা পুরসভার নিজস্ব ভবনে এই প্যাথলজিক্যাল ল্যাবটি চালু করা হয়েছে।
জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে সব পুর নাগরিকই অর্ধেক খরচে এই প্যাথলজিক্যাল ল্যাবে টেস্ট করাতে পারবেন। প্রতি পরীক্ষার উপর ভর্তুকি দেওয়া হবে পুরসভার পক্ষ থেকে, এমনটাই জানিয়েছেন ডালখোলার পুরপ্রধান স্বদেশচন্দ্র সরকার। তিনি জানান, প্যাথলজিক্যাল ল্যাব ছাড়াও পুর এলাকায় তিনটি সাব সেন্টার করা হয়েছে। যেখানে বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে তিন দিন প্যাথলজিক্যাল পরিষেবা দেওয়া হলেও পরবর্তীতে সেটা বাড়ানো হবে।
advertisement
advertisement
পুরসভার এই উদ্যোগে উপকৃত হবেন এলাকার বাসিন্দারা। পুরসভায় প্যাথলজিক্যাল ল্যাব খোলার ফলে কী কী সুবিধা পাবে পুর নাগরিকরা? এ ব্যাপারে ডালখোলার পুরপ্রধান স্বদেশচন্দ্র সরকার জানান, নাগরিকরা পুরসভাতেই এরপর সময়মত এবং সঠিক ডায়াগনস্টিক পরিষেবা পাবেন এই প্যাথলজিক্যাল ল্যাবের মাধ্যমে। প্যাথলজিক্যাল ল্যাবটি আধুনিক সরঞ্জাম এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত হয়েছে, যা রোগ নির্ণয়ে দ্রুত ও সঠিক ফলাফল প্রদান করবে।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 03, 2024 9:07 PM IST









