Crime News: বাইকের চাবি নিয়ে তুমুল ঝামেলা, তারপরই ব*ন্দু*ক বের করে এক স্কুল পড়ুয়াকে গু*লি, পরিণতি ভয়ঙ্কর
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Crime News: ঘটনার প্রত্যক্ষদর্শী মিষ্টি দোকানদার মোবারক হোসেন জানান, গুলি কাণ্ডে অভিযুক্ত ব্যক্তি এলাকায় তোলাবাজি করত এবং নিজের কাছে সব সময় বন্দুক নিয়ে ঘুরে বেড়াত।
মালদহ, জিএম মোমিন: বাড়ি থেকে বেরিয়ে গুলিবিদ্ধ এক দ্বাদশ শ্রেণির পড়ুয়া। বর্তমানে গুলিবিদ্ধ ওই পড়ুয়াকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার অন্তর্গত পঞ্চানন্দপুরের ইবতাবাজার এলাকায়। গুলিবিদ্ধ পড়ুয়ার নাম আব্দুল সাহিদ (১৯)। বাড়ি বাঙ্গীটোলা সোকুল্লাপুর গ্রামে। আব্দুল সাহিদ বাঙ্গীটোলা হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে একটি মিষ্টির দোকানে বাইকের চাবি নিয়ে তাদের মধ্যে গন্ডগোল হয়। এরপরে রাজ নামে এক যুবক তাকে বুকে গুলি করে।
আরও পড়ুনঃ ধুন্ধুমার করুণাময়ীতে! ২০২২ টেট উত্তীর্ণদের বিক্ষোভে পুলিশি ধরপাকড়! চ্যাংদোলা করে তোলা হল গাড়িতে
সাহিদের বাবা তাহির শেখ জানান, রাত আটটার সময় কে বা কারা ছেলেকে ফোন করে ডাকে এরপর ঘণ্টা খানেক বাদে স্থানীয় মারফৎ জানতে পারি ছেলেকে গুলি করা হয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে ছেলেকে উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে গেলে সেখানে কলকাতা রেফার করা হয়। ছেলের বুকে গুলি লেগেছে। ছেলে গুলিবিদ্ধ অবস্থায় রাজ নামক এক অভিযুক্তের নাম বলেছে।
advertisement
advertisement
ঘটনাস্থলে থাকা এক দোকানদার মোবারক হোসেন জানান, গুলি কাণ্ডে অভিযুক্ত ব্যক্তি এলাকায় তোলাবাজি করত এবং নিজের কাছে সব সময় বন্দুক নিয়ে ঘুরে বেড়াতো। আচমকাই গতকাল রাতে মোটর বাইকে করে তারা দোকানের সামনে এসে আব্দুল সাহিদ বলে ছেলেটির সঙ্গে ঝামেলা শুরু করে। এরপর রাজ খান নামে ওই যুবকটি তাকে গুলি করে। তোলা না দেওয়ায় এর আগেও বহুবার হামলা করেছে ওই দোকানের মালিককে বলে অভিযোগ স্থানীয়দের। তবে কেন এই যুবক কে গুলি করল তা স্পষ্ট কিছু বলতে পারেননি স্থানীয়রা।
advertisement
এদিকে এই ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় গুলি কাণ্ডে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2025 4:22 PM IST